X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তিনমাসের জন্য জাতীয় হকি দলের কোচ অলিভার কার্টজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫২

অলিভার কার্টজ জাতীয় হকি দলের কোচ হিসেবে জার্মান কোচ অলিভার কার্টজকে তিনমাসের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফোডারেশন। আজ মঙ্গলবার জাতীয় হকি দলের বিদেশি কোচিং প্যানেল নিয়োগ সংক্রান্ত এক অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়েছে।

এএইচএফ কাপের জন্য তিন মাসের চুক্তি করা হয়েছে কার্টচের সঙ্গে। তার সহকারী হিসেবে আছেন আরও চার জার্মান। এর মধ্যে সাবেক জাতীয় কোচ রাখ গেরহার্ড পিটার হলেন উপদেষ্টা কোচ, লুজার বিসমান টেকনিকাল অ্যাডভাইজার, অ্যাখিম মেনট্রস ভিডিও অ্যনালিস্ট ও জুস্ট ক্রুইজেন ফিজিও। ক্যাম্পের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল হক প্রিন্স ও স্থানীয় হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব হারুন।

এছাড়া দেশের হকিকে পেশাদারিত্বের মোড়কে আবৃত করে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। জাতীয় হকি দলের বিদেশি কোচিং প্যানেল নিয়োগ সংক্রান্ত ওই অনুষ্ঠানে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করে হকি ফেডারেশন।

হকি ফেডারেশন প্রাথমিকভাবে সাতটি লক্ষ্য নির্ধারণ করেছে। লক্ষ্যগুলো হলো- টেকসই কর্মকৌশল নির্ধারণ, সফল ও শক্তিশালী জাতীয় দল গঠন, ফেডারেশনের আয় বৃদ্ধি, কর্মকাণ্ডে পেশাদারিত্বের সূচনা, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, হকির 'ব্র্যান্ড ভ্যালু' বৃদ্ধি ও হকির কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণ।

তবে আপাতত ফেডারেশন একটি স্বল্পকালীন পরিকল্পনা নিয়েছে। যার অধীনে জাতীয় হকি দল আগামী নভেম্বরে হংকংয়ে অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জার্মানিতে এক মাসের ক্যাম্প করবে।

জাতীয় দলের জন্য নির্বাচিত ১৮/২০ জন খেলোয়াড় প্রাথমিকভাবে চলে যাবেন জার্মানিতে। সেখানে তারা খেলবেন বিভিন্ন ক্লাবের হয়ে। এ কোচিং প্যানেল এ সময় খেলোয়াড়দের তদারকি করবেন। ইতোমধ্যে কৃষ্ণ কুমার, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মন, আশরাফ চলে গেছেন জার্মানিতে। এক মাস খেলার পর আাগামী মাসে সব খেলোয়াড়দের একত্রিত করে করা হবে এক মাসের ক্যাম্প। এ সময় শক্তিশালী ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দল খেলবে মোট ১২টি প্রস্তুতি ম্যাচ। এরপর দেশে ফিরে ঢাকায় ২০/২৫ দিন ক্যাম্প করে দল যাবে হংকংয়ে।

এর মধ্যে জার্মান হকি প্যানেল প্রণয়ন করবে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যার আলোকে সাজানো হবে বাংলাদশের ভবিষ্যৎ হকি কাঠামো। দেশের শীর্ষস্থানীয় কোচরা ও ফেডারেশনের কর্মকর্তারা যার আলোকে খুঁজবেন শীর্ষ পর্যায়ে দেশকে প্রতিষ্ঠিত করার পথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ ও শফিউল্লাহ আল মুনীর, যুগ্ম সম্পাদক আনভির আদিল খান বাবু। ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীরই মূলত উপস্থাপন করেন পরিকল্পনাটি।

/আরএম/এমআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা