X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাকিবের কক্সবাজার ভ্রমণ বিষয়ে কিছুই জানতো না বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৫

এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: ফেসবুক বিজ্ঞাপন চিত্রের শুটিং করার জন্য সাকিব আল হাসানের কক্সবাজার ভ্রমণ ও পরে তাকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত  হওয়ার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।  তবে বিজ্ঞাপনের জন্য সাকিবের কক্সবাজার গমনের বিষয়টি জানা ছিল না বিসিবির! এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রিকেটাররা ছুটিতে আছে, বোর্ড বন্ধ। তাই না জানানোটা অস্বাভাবিক কিছু নয়। তবে এসব ব্যাপারে এখন নজর দেওয়ার সময় এসেছে।ক্রিকেটাররা যাতে এসব ব্যাপারে আরও সতর্ক হয়, বিশেষ করে বিজ্ঞাপন চিত্রের জন্য ভ্রমণ বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবো।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের ঝুঁকিপূর্ণ মাধ্যমগুলো সম্পর্কে সতর্ক করতে পারি, আজ যদি সাকিবের কিছু হতো তাহলে বিসিবি হয়তো দায় এড়াতে পারতো না। এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য বিসিবি দুঃখ প্রকাশ করছে এবং বিসিবি এটিও আশা করে যারা এসব কাজ করেন ভবিষ্যতে তারা যেন নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হন।’     

সাকিবের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘ক্রিকেটারদের ভুলে গেলে চলবে না যে তারা দেশের প্রতিনিধি ও সম্পদ। সাধারণ নিয়ম হলো বিসিবির আওতাধীন একজন ক্রিকেটার তার নিজস্ব কোনও চুক্তির অধীনে বিজ্ঞাপন বা অন্য কোনও প্রমোশনাল কর্মকাণ্ডে জড়িত হলে তা বিসিবিকে জানাতে হবে। বিসিবি এক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকায় নয় বরং পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে, দেখবে এটি কোন পণ্যের বিজ্ঞাপন বা বিসিবির সঙ্গে কোনও ভাবে সাংঘর্ষিক  কিনা। ক্রিকেটাররা এসব ব্যাপারে পূর্ণ স্বাধীনতাই ভোগ করে।’

উল্লেখ্য, কক্সবাজারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে বিধ্বস্ত হয়েছে তাকে বহনকারী হেলিকপ্টার।  শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী ওই হেলিকপ্টার। এই ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!