X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আশরাফুল জাদুতে ভারতকে হারালো বাংলাদেশ হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৬


আশরাফুল জাদুতে ভারতকে হারালো বাংলাদেশ হকি দল পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ । আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। আশরাফুল হ্যাটট্রিক সহ করেছেন ৪ গোল।
খেলার তৃতীয় মিনিটে প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলামের ড্র্যাগ ভারতীয় গোলরক্ষক পঙ্কজ কুমার ডাইভ দিয়ে রক্ষা করেন। রিবাউন্ডটি পেয়েছিলেন আনমার্কড আরশাদে হোসেন, তিনি পুশ করতে পারলেই গোল হতে পারতো, তবে তিনি বলের লাইন মিস করেন। যদিও শেষ রক্ষা হয়নি ভারতের, এর পরের মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল।  
ভারতীয় দলের বিপক্ষে কোনও রকম জড়তা দেখা যায়নি বাংলাদেশের, তারা দাপটের সঙ্গে খেলে চলে আর চালিয়ে যায় আক্রমণ। ভারতীয় দল কাউন্টার অ্যাটাকে যেতে বাধ্য হয়। বাংলাদেশের একাদশে ছিল পাঁচ অ্যাটাকার- অধিনায়ক রোমান সরকার, ফরোয়ার্ড নাইমউদ্দিন, মাহবুব হোসেন, আরশাদ হোসেন ও ফজলে হোসেন রাব্বি। আক্রমণে তাই ভালই ধার ছিল অয়োজকদের।

২০ মিনিটে সমতা আনে ভারত। আরশাদ হোসনে ভারতীয় ফরোয়ার্ড ধারমিন্দার সিংকে ডি-বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি স্ট্রোক পায় সফরকারীরা। ধারমিন্দারই নেন স্ট্রোকটি এবং বাংলাদেশের গোলরক্ষক ইয়াসিন আরাফাতকে ভুল পথে পাঠান ধারমিন্দরই।

২৫ মিনিটে চমৎকার এক গোলে এগিয়েও যায় ভারত। আবারও ধারমিন্দার সিং আক্রমণের উৎস, এবার তার মাঝলাইনের ওপর থেকে করা পাওয়ার হিটে চকিতে কব্জির মোচড়ে যে ফ্লিকটি করেন কনজেংবাম সিং তা ইয়াসিন আরাফাতকে নড়াচড়ার কোন সুযোগ দেয়নি।

ঘাবড়ে যায়নি বাংলদেশ, আঘাত সামলে উঠে আাবারও ঢুঁ মারা শুরু করে প্রতিপক্ষ শিবিরে আর ৩০ মিনিটে আবারও আশরাফুলের পেনাল্টি কর্নারে খেলায় ফিরে আসে লাল সবুজরা। রাজু আহমেদের করা পুশে স্টপ করেছিলেন নাঈম, আশরাফুল এবার তা উঁচিয়ে না মেরে নেন টার্ফ কামড়ানো হিট, বল আছড়ে পড়ে বোর্ডে।
আশরাফুলের স্টিকেই আবারও চালকের আসনে বসে বাংলাদশে। প্রান্ত বদলে খেলা শুরুর তিন মিনিট পর ৩৮ মিনিটে অন্যরকম পেনাল্টি কর্নারে তিনি পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ফজলে হোসেন রাব্বির করা পুশটি তিনি নিজেই রিসিভ করে নেন কোনাকুনি একটি হিট, বল পরাস্ত করে ভারতীয় গোলরক্ষক পঙ্কজ রজককে।

ভারতীয় হকির মানটা ফুঁটে ওঠে ৪৯ মিনিটে। ডান প্রান্তের পতাকা থেকে সাপের মতো এঁকেবেকে বক্সের ভেতরে ঢুকে পড়েন হারদিক সিং, শুয়ে পড়ে রিভার্স হিট নেন, প্রচন্ড গতিতে বল আঘাত করে বোর্ডে।
বাংলাদেশের প্রথম ফিল্ড গোলটি আাসে ৫১ মিনিটে। আর এ গোলটিতে ম্যাচে তৃতীয় বারের মতো লিড নেয় বাংলাদেশ। আরশাদ হোসেনের স্কয়ার পাসে হিট করে বাংলদেশকে ৪-৩ গোলে এগিয়ে দেন ফজলে হোসেন রাব্বি।
তবে আবারও ভারতীয় হকির মানটা দৃশ্যমান করেন দিলপ্রিত সিং। বক্সের ভেতরে খুব ছোট জায়গার মাঝে পুরো শরীর ঘুরিয়ে রিভার্স হিট নেন তিনি, ইয়াসিন আরাফাত কোনও সুযোগই পাননি।
আশরাফুলের পেনাল্টি কর্নারের জাদু তখনও ছিল বাকি। ৬১ মিনিটে তিনি করেন তার চতুর্থ গোলটি, কম্বিনেশন ছিল ফজলে হোসেন রাব্বি ও নাইমের পুশ ও স্টপ। তাতেই ভারতকে হারিয়ে জয় উৎসবে মাতে বাংলাদেশের তরুণরা।
/আরএম/কেআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’