X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তাইপের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৪

তাইপের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে প্রস্তুত বাংলাদেশ বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের শিরোপাতেই চোখ রেখে কাল বৃহস্পতিবার  দুপুর সাড়ে বারোটায় চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

প্রতিপক্ষ চাইনিজ তাইপে কে বা কী তা নিয়ে ভাবছে না স্বাগতিকরা। মূলত নিজেদের সেরা নৈপুণ্য দিয়েই কাল জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ। তাই ভারতকে ৫-৩ ও ওমানকে ১০-০ গোলে হারানোর পরও তাইপের বিপক্ষে আত্মতুষ্টিতে ভুগেছে না লাল-সবুজরা। বাংলাদেশ দলের ম্যানেজার ও অভিজ্ঞ কোচ কাওসার আলী সেই প্রসঙ্গটিই টেনে আনলেন ম্যাচের আগে, ‘আমরা ধাপে ধাপে ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। কাল আমাদের সেমিফাইনাল। আর হকিতে পেছনে তাকানোর কোনও সুযোগ নেই। প্রতিদিন নতুন খেলা, নতুন পারিপার্শ্বিকতা। চাইনিজ তাইপের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো তবে আমরা আমাদের সেরা নৈপুণ্য দিয়েই ম্যাচটি জিততে চাই।’

কোচের মতো একই কথা বলেছেন বাংলাদেশের দুই ফরোয়ার্ড মাহবুব হোসেন ও আরশাদে হোসেন, ‘আমরা কোনও দল বা আমাদের আগের ম্যাচ নিয়ে ভাবছি না, তাইপে দুর্বল বা সবল সেটিও আমাদের ভাবনার বিষয় নয়। আমরা জানি আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ আর আমরা আমাদের  টিম স্পিরিট দিয়েই কালকে ম্যাচটি জিততে চাই।’

প্রসঙ্গত, তাইপে তাদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে ৬-১ গোলে হেরে যাত্রা শুরু করে। পরের ম্যাচে হংকংকে ৯-০ গোলে হারিয়ে আর শেষ খেলায় চীনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পুল ‘বি-তে রানার্স-আপ হয়।

এদিকে কাল বিকাল তিনটায় টানটান উত্তেজনার আরেক ম্যাচে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচকে ঘিরে দুই বেলা অনুশীলন করেছে ভারত। খুব ভোরে তারা হালকা দৌড়াদৌড়ি করার পর বিকালে পুরোদমে অনুশীলন করে। অন্যদিকে পাকিস্তান নিজ হোটেলে হালকা জিমওয়ার্ক ও সাঁতার কাটার মাধ্যমেই তাদের দিন শেষ করে।

আর এই ম্যাচকে ঘিরেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন ভারতীয় কোচ বিজে কারিয়াপ্পা, ‘আমদের বেশ কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রয়েছে যারা থাকলে দলের শক্তি অনেক বাড়তো। সে ভিত্তিতে আমি বলতে পারি এ দলটি পুরো শক্তির ভারতীয় অনূর্ধ্ব-১৮ দল নয়। তবে আমি মনে করি আমার দলের সেরা নৈপুণ্য এখনও আসেনি। কাল আমরা সর্বশক্তি নিয়োগ করবো জয়ের জন্য। পাকিস্তান ভালো দল তবে তাদের জন্য আমাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে।’

পাকিস্তানের কোচ এক সময় ছিলেন ঢাকা মাঠের জনপ্রিয় খেলোয়াড়। আর সেই কামরান আশরাফ এই দেশের মাঠেই হারাতে চান ভারতকে, ‘আমার ব্যাখ্যা হচ্ছে ভারত-পাকিস্তান দুই দলই শক্তিতে সমান। হকির নিয়ম হলো যে দল ম্যাচে ভালো খেলবে, সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। পাকিস্তান এ পর্যন্ত যে ধারায় খেলেছে তাতে তারা এখনও পরীক্ষিত হয়নি। এতদিন ছিল আমাদের প্রস্তুতি পর্ব। কাল ভারতের বিপক্ষেই আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা, আর এ জন্য আমরা প্রস্তুত।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান