X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুইবার পিছিয়েও ‍আবাহনীকে রুখে দিল জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৮

দুইবার পিছিয়েও ‍আবাহনীকে রুখে দিল জামাল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুইবার পিছিয়ে পড়েও ঢাকা আবাহনীর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি। আজ বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দ্বিতীয়ার্ধে দশ জনের দল নিয়ে খেলতে বাধ্য হয় আবাহনী। খেলাটির ৪৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদকে।

এ ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকলো শেখ জামাল। নয় খেলায় তাদের পয়েন্ট ১৯। আর সমান সংখ্যক খেলায় আবাহনীর সংগ্রহ ১৭ পয়েন্ট।

এদিন ৪২ মিনিটে ওয়েডসনের গোলে লিড নেয় শেখ জামাল। ডানদিক থেকে ল্যান্ডিং ডারবোর ক্রস তপু বর্মনের মাথায় লেগে পড়ে ওয়েডসনের পায়ে।  এরপরেই বক্সের মধ্যে থেকে নেওয়া ভলিতে আবাহনী গোলরক্ষ সুলতান আহমেদকে পরাস্ত করেন তিনি। এই অর্ধে এগিয়ে গেলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলরক্ষক মোস্তাকের ভুলের মাশুল গুণতে হয় শেখ জামালকে। ইমন মাহমুদের কর্নারে হেড নিয়েছিলেন তপু বর্মন। সুযোগে মোস্তাক বল ঠেলে দেন বক্সে জটলার মধ্যে। আবাহনীর ফাহাদ নিচু শটে গোল করেন।

পরের মিনিটেই হেমন্তর শট গোললাইন থেকে হাতে প্রতিহত করে আবাহনীকে পেনাল্টি উপহার দেন মোহাম্মদ লিঙ্কন!  তবে লি টাকের স্পট-কিকে বামদিকে ঝাঁপিয়ে বল রুখে দলকে বাঁচান মোস্তাক।  এরপরেও আক্রমণ থামিয়ে রাখেনি আবাহনী। অতিরিক্ত সময় শেষ না হতেই হেমন্তর স্কয়ার পাস ধরে গোলরক্ষক মোস্তাকের পাশ দিয়ে দূরের পোস্টে বল পাঠান  ইংলিশ ফরোয়ার্ড লি টাক।

এরমাঝেই দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে এনামুল হক শরীফের সঙ্গে হাতাহাতি করে লাল-কার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। পরের মিনিটে সানডে চিজোবার গোলে স্কোরলাইন ৩-১ করে আবাহনী। তবে ৫৬ মিনিটে এনামুল হকের ক্রস এমেকা হেড করে বক্সের মধ্যে ফেললে সেখান থেকে গোল করে ব্যবধান কমান ল্যান্ডিং ডারবো। ৭৬ মিনিটে সমতা আনে ওয়েডসনের দ্বিতীয় গোল । শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে চূড়ান্ত স্কোরলাইন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া