X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হেনরি-ঝড়ে কঠিন দিন পার করলো ভারত

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫০



৮৭ রানের ইনিংস খেলার পথে পূজারা সবশেষ চার টেস্টে নেই কোনও হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টে। বিরাট কোহলির ফর্মহীনতার উদাহরণ দেওয়ার জন্য অতদূরে যাওয়ার দরকার নেই, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটাই তো রাজসাক্ষী!
প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান যথাক্রমে ৯ ও ১৮। ইডেন গার্ডেনেও সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারলেন না ভারতীয় টেস্ট অধিনায়ক। এবার আউট হয়েছেন ৯ রান করে। অধিনায়কের ব্যর্থতার দিনে উজ্জ্বলতা ছড়িয়েছেন অবশ্য চেতশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে। এই দুই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতেই আসলে মুখরক্ষা হয়েছে ভারতের। নইলে ম্যাট হেনরি যে তাণ্ডব শুরু করেছিলেন, তাতে ৭ উইকেটে ২৩৯ রান নিয়েও হয়তো দিন শেষ করা হতো না স্বাগতিকদের!
সকালে জোড়া আঘাতে হেনরি ফেরান টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়কে। দলীয় ১ রানে মাথায় ধাওয়ান (১) বোল্ড হয়ে ফেরেন কিউই পেসারের বলে। খানিক পর আবারও আঘাত হেনরির। এবার ৯ রান করা বিজয়কে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্ল্যাভসবন্দি করান তিনি। মাত্র ২৮ রান ২ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে চাপ থেকে টেনে তুলতে মাঠে আসেন অধিনায়ক কোহলি। কিন্তু পারেনি, উল্টো আরও একবার ব্যর্থতার অধ্যায় খুলে চাপটা বাড়িয়ে যান তিনি। ট্রেন্ট বোল্টের বলে ধরা পড়েন টম ল্যাথামের হাতে।
এর পরই আসলে দেখা মেলে আসল ভারতের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয় কাটানোর দায়িত্বটা দারুণভাবে সেরেছেন পূজারা ও রাহানে। প্রথম টেস্টেও ফর্মে থাকা পূজারা দেখা পান টানা তৃতীয় হাফসেঞ্চুরি। ৬২ ও ৭৮ রানের পর ইডেন টেস্টের প্রথম ইনিংসে খেলেছেন কার্যকরী ৮৭ রানের ইনিংস। এর পরও আফসোসে পুড়ছেন নিশ্চয়, কঠিন পরিস্থিতিতে ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও যে পূরণ করতে পারলেন না সেঞ্চুরি। একই কষ্ট রাহানেরও। তিনিও যে ৭৭ রানের ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। যদিও চতুর্থ উইকেটে তাদের ১৪১ রানের জুটিতে ভারত কিন্তু তৃপ্তই। রাহানে আউট হওয়ার আগেই অবশ্য ফিরে যান রোহিত শর্মা। মাত্র ২ রান করে ফেরেন তিনি জিতেন প্যাটেলের বলে। আর সবশেষ রবিচন্দ্রন অশ্বিনের (২৬) আউটে সপ্তম উইকেট হারায় ভারত। দিনের শুরুর মতো শেষের আঘাতটাও হেনরির। সারা দিনই ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেওয়া এই পেসারের ৩৫ রানে শিকার ৩ উইকেট। প্যাটেল নিয়েছেন ২ উইকেট।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা