X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজ জিতে স্বস্তিতে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ২৩:৩৭আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২৩:৪৩

মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে বেশ অস্বস্তিতে ছিলেন টাইগাররা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচটিতে আফগানরা টাইগারদের আসল রূপ দেখেছে। আর নিজেদের আসল রূপ দেখিয়ে মাশরাফিও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। শনিবার সিরিজ নির্ধারিত ম্যাচে এসে আফগানদের বিপক্ষে ১৪১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘আমি মনে করি সিরিজটা জিততে পেরেছি এটা একটা ভালো দিক। আর প্রথম ম্যাচের পর হারলে একটা চাপ তৈরি হয়। সেখান থেকে বের হয়ে আসতে পেরে ভালো লাগছে।’

আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬৫ রান করেছিল বাংলাদেশ। ব্যাটিং উইকেটে আফগান স্পিনাররা ভালোই চেপে ধরেছিল টাইগার ব্যাটসম্যানদের। দ্বিতীয় ম্যাচে আরও খারাপ অবস্থা বাংলাদেশ ২০৮ রানেই অলআউট। তবে শেষ ম্যাচে হেরে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আধিপত্য বিস্তার করে খেলেছে টাইগাররা। এসব কারণেই মূলত ১৪১ রানের দারুণ জয় পেয়েছে লাল-সবুজরা।

নিজেদের পরিকল্পনার নিয় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে মাশরাফি বলেছেন, ‘আজকের শুরুটা আমরা দেখে শুনতে করতে চেয়েছিলাম। শুরুতে দেখতে চেয়েছিলাম উইকেটটা কেমন আচরণ করে। মূলত সেভাবেই আমাদের ব্যাটসম্যানদের পরিকল্পনা দেওয়া ছিলো। যখন প্রথম সারির ব্যাটসম্যানরা বুঝতে পেরেছিল উইকেট ব্যাটিংয়ের জন্য পুরোপুরি উপযোগী। তখনই তারা তাদের স্বাভাবিক খেলা শুরু করেছে। গত ম্যাচে আমরা যেভাবে খেলছি সেখান থেকে অনেক উন্নতি করার জায়গা ছিল। আমরা যথেষ্ট উন্নতি করতে পেরেছি। আমরা শুরু থেকেই এভাবে খেলতে চেয়েছিলাম। হয়তো তৃতীয় ম্যাচে এসে করতে পেড়েছি। আশা করি, এখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড সিরিজে খেলতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেও তাদের খাটো করলেন না মাশরাফি। বরং বললেন প্রথম দুটি ম্যাচে তারা ভালো ক্রিকেট খেলেছে আর শেষ ম্যাচে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, ‘খেলতে খেলতে এ ধরনের পরিস্থিতি সামলাতে পারবে। ওদের অভিজ্ঞগতা কম এটা বলব না। এই ম্যাচে (তৃতীয়) যেমন আমরা ভালো খেলেছি, এই সিরিজে কিন্তু ওরা আমাদের চেয়ে দু’টা ম্যাচ ভালো খেলেছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে সাব্বির তিন নম্বরে এখন নিয়মিত। তবে শনিবার প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট তিন নম্বরে ব্যাটিং করেছেন। সাব্বিরকে নিয়ে আসল পরিকল্পনা কী ছিল, জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘ওতো ওয়ানডেতে এর আগে তিন নম্বরে খেলেনি, টি-টোয়েন্টিতে খেলছে। ভিন্নভাবে পরিকল্পনা সাজাতেই এটা করা।’

প্রায় সাড়ে আট বছর পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোশারফ হোসেন রুবেল। ২২ গজে নেমেই করলেন বাজিমাত। ২৪ রানে তিন উইকেট নিয়েছেন প্রত্যাবর্তন ম্যাচে। মোশারফ প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি জানান, ‘এটা অবশ্যই তার জন্য পজিটিভ, আমাদের জন্যও পজিটিভ, সে এসেছে রিজার্ভ বেঞ্চ থেকে। রিজার্ভ বেঞ্চ থেকে কেউ এসে যদি পারফরম্যান্স করে তখন দলের আরও আত্মবিশ্বাস বাড়ে। মোশরাফরকে যে দায়িত্বের জন্য আনা হয়েছে। এটা সে ভালোভাবেই পালন করেছে। আশা করি ওর নিজেরও আত্মবিশ্বাস বাড়বে এবং সামনে আরও ভালো করতে পারবে।’

 আরও পড়ুন: পুলিশ হেফাজতে মাশরাফি ‘ভক্ত’

/আরআই/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন