X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোলদাতা খুঁজছেন সেইন্টফিট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ২০:০৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২০:১১

গোলদাতা খুঁজছেন সেইন্টফিট! ফরোয়ার্ড তো অনেক আছে। কিন্তু গোল করতে পারার মতো  ফরোয়ার্ড বা স্ট্রাইকার কই? এ প্রশ্নের উত্তর খুঁজছেন জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট। ভুটানের বিপক্ষে আগামী ১০ অক্টোবরের ম্যাচের জন্য প্রস্ততি শুরু করছেন তিনি। যেই ধারাবাহিকতায় রবিবার কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফের  অনুশীলনে তীক্ষ্ণ চোখ রেখেছিলেন প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ফরোয়ার্ড-স্ট্রাইকারদের ওপর।

তার দলে আছেন অভিজ্ঞ নাম এমিলি, এনামুল- যারা জাতীয় দলের হয়ে খেলেছেন অনেক ম্যাচ। আছেন জাফর ইকবাল, আবদুল্লাহর মতো নবীনরা।  যেখান থেকে গোলদাতা খুঁজছেন বেলজিয়ান কোচ, ‘আমার কয়েকজন গোলদাতা বের করতে হবে। আমি এখন সে চেষ্টাই করছি। দলে এমিলি আছে, এনামুল আছে যারা অভিজ্ঞ। যদিও এনামুল ক্লাবে ফরোয়ার্ড লাইনে খেলেনি তবে তার গোল করার ক্ষমতা আছে। রনি লিগে দুই ম্যচে গোল করেছে। জাফর ইকবাল ও আবদুল্লাহও গোল পেয়েছে; যা খুবই ভালো লক্ষণ। ভুটানের বিপক্ষে আমাদের একটিই লক্ষ্য- আমাদের গোল করতে হবে।’

যেহেতু সামনে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ তাই গোলের ওপরই বেশি নজর দিচ্ছেন কোচ। ৭ সেপ্টেম্বর নিজ মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ এখন কিছুটা ব্যাকফুটে। তবে খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ভাগ্য নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটে। আর ১-১ বা যে কোনও ব্যবধানে ড্র হলে বাইরের মাঠে গোল করার সুবাদে জয়ী বলে গন্য হবে বাংলাদেশ।

দলের গঠন সম্পর্কে সেইন্টফিট বলেন, ‘যেহেতু আমরা তিনদিন আগে ভুটান যাবো তাই ২৩ সদস্যের স্কোয়াডে তিনজন গোলরক্ষক অবশ্যই থাকবে।কারণ অনুশীলনে গোলরক্ষকদের ইনজুরিতে পরার আশঙ্কা থাকে। তবে আমি বৃহস্পতিবারের আগে দল চূড়ান্ত করতে পারছি না। দল নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ