X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার পেরু অভিযান

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৮:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৮:৩৮

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার পেরু অভিযান উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে কুঁচকিতে পেলেন চোট। যে কারণে খেলতে পারলেন না ভেনিজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ। আর এবার তো আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেওয়ারই সুযোগ হলো না লিওনেল মেসির। ওই কুঁচকির চোটটা নতুন করে হানা দেওয়ায় ছিটকে গেছেন তিনি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ড থেকে। তাকে ছাড়াই তাই আগামীকাল সকালে (শুক্রবার) মাঠে নামছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা আতিথ্য নেবে পেরুর মাঠে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮-১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে।

আগের ম্যাচে মেসিকে ছাড়া জিততেও পারেনি আর্জেন্টিনা। ভেনিজুয়েলার মাঠ থেকে ফিরেছিল ২-২ গোলের ড্র নিয়ে। আবারও দলের সেরা অস্ত্রকে ছাড়া নামতে হচ্ছে আলবিসেলেস্তেদের। এ জন্য কোচ এদগার্দো বাউসা খেপেছিলেন বার্সেলোনা কর্তৃপক্ষের ওপর। কাতালান ক্লাবটি ‘ঠিকঠাক যত্ন নেয় না মেসির’ এমন মন্তব্য করে জন্ম দিয়েছিলেন বিতর্কের। যদিও পরে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। একই সঙ্গে জানিয়েছিলেন মেসির অভাব পূরণ করার না হলেও তার স্কোয়াডে আছেন অনেক ভালোমানের খেলোয়াড়। চোটের কারণে আগের রাউন্ডে ছিটকে যাওয়া সের্হিয়ো আগুয়েরো যেমন। ম্যানচেস্টার সিটিতে নতুন কোচ পেপ গার্দিওলার অধীনে অসাধারণ সময় কাটাচ্ছেন এই ফরোয়ার্ড। তার সঙ্গে ফিরেছেন গনসালো হিগুয়েইনও। আগের রাউন্ডে জুভেন্টাস স্ট্রাইকারকে দলের বাইরে রেখেছিলেন বাউসা।

৮ ম্যাচ শেষে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সমান ১৫ পয়েন্ট তাদেরও, যদিও আলবিসেলেস্তেরা পিছিয়ে আছে গোল ব্যবধানে। তাদের প্রতিপক্ষ পেরু রয়েছে নবম স্থানে। আগের ম্যাচে অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।

লিমার সেই এস্তাদিও ন্যাসিওনালেই তারা মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার। অঘটন ঘটিয়ে দিতে কিন্তু প্রস্তত পেরু!

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!