X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ অক্টোবর ২০১৬, ১০:২০আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১০:২২

সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

বুধবারের সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেননা গত ৩ দিন ধরেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বুধবার আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতায় রয়েছে। তাই তৃতীয় ম্যাচে যারাই জিতবে তাদের ঘরেই যাবে শিরোপা। ম্যচাটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন।

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। গত বছর থেকে শুরু করে চলতি বছর এখন পর্যন্ত জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার তাদের সামনে ক্রিকেটের জনক ইংল্যান্ড। ইংল্যান্ড বধের কাব্য রচনা করতে পারলে ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের গর্বিত মালিক হবেন লাল-সবুজরা।  

রবিবার (৯ অক্টোবর) মাঠের উত্তেজনাকর ঘটনার প্রভাব পড়েছে ক্রিকটোরদের ওপর। দুই দলের ক্রিকেটারই ম্যাচটি খেলতে তাই উদগ্রিব হয়ে আছে। যদিও ২২ গজের লড়াইয়ের আলোচনা বাদ দিয়েই আলোচনার টেবিলে জায়গা করে নিয়েছে এখন বৃষ্টি।   

পতেঙ্গা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বিকাল নাগাদ পরিস্থিতি উন্নতি হতে পারে। আবহাওয়া দফতরের এই তথ্যে চট্টগ্রামের সমর্থকরা চাইলে আশায় বুক বাঁধতে পারেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

বৃষ্টির কারণে চট্টগ্রামে খেলা না হলেও শিরোপা দুই দলের মধ্যে ভাগাভাগি হবে। বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই চাইছে খেলাটা যেন মাঠে গড়ায়। ঢাকা ছাড়ার পর যে উত্তাপ খেলোয়াড়দের মধ্যে বিরাজ করছে, সেটা ২২ গজে ছড়িয়ে দিতে অধীর হয়ে আছেন দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দেশের দুই প্রতিনিধি কথাতেই এটা স্পষ্ট!

মাশরাফি অবশ্য বৃষ্টি নিয়েই বেশি চিন্তিত। চিন্তার কারণ যথেষ্টেই আছে। গত তিন দিন ধরে জহুর আহমেদের উইকেট কভার দিয়ে ঢাকা। স্বাভাবিক ভাবেই ম্যাচ মাঠে গড়ালেও উইকেট খানিকটা ড্যাম হয়ে থাকবে। এমন উইকেটে ব্যাট করা স্বাভাবিকভাবেই কষ্টকর। এখানে তাই টস জেতাটাই হয়ে উঠবে মুখ্য। মাশরাফি তেমনটাই জানিয়েছেন, ‘বৃষ্টি থাকলে, টস গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। খেলা চলার সময় বৃষ্টি হতে থাকলে, আবার বন্ধ হলে, নানা হিসাব-নিকাশ সামনে এসে দাঁড়ায়। যা দুই দলের জন্যই বিরক্তির। এখনও আমরা সমতায় আছি। এভাবে বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ সময়ে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তারাই ম্যাচ জিতবে।’

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইংলিশদের প্রতিনিধি হয়ে আসা মঈন আলী সরাসরিই বললেন, ‘মিরপুরের ঘটনার পর দলের অধিনায়কসহ কয়েকজন ক্রিকেটার বেশ তাতিয়ে আছেন। ম্যাচটি তাই বাটলার যে কোনও মূল্যেই জিততে চাইবেন। মঈন আলীর বিশ্বাস ওই ঘটনার পর বাংলাদেশও জিততে মরিয়া থাকবে।’

মঈন আলীর কথা অনুযায়ী বুধবার অনুষ্ঠিত অলিখিত ফাইনালে দারুন প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট খেলবে দুই দল। তিনি বলেন, ‘আমারা এখনও আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আশা করি বুধবারের ম্যাচে আমরা সব বিভাগে দারুন নৈপূণ্য প্রদর্শন করবো। আমি নিশ্চিত বাংলাদেশও সমান তালে লড়াই করবে।’

মঈন আলীর ঘোষণার পর মাশরাফিও চুপ থাকেননি। তিনিও ঘোষণা দিয়েছেন, ‘আমরাও জেতার জন্য মরিয়া। ভালো ক্রিকেট খেলে আমরা জিততে চাই। জেতার জন্যই আমরা মাঠের লড়াইয়ে নামবো।’

দ্বিতীয় ম্যাচে টাইগারাদের একাদশ থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। যদিও দুই পেসার খেলানো হয় সেক্ষেত্রে শফিউলকে বসিয়ে রেখে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলানো হতে পারে।

সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

মাশরাফি অবশ্য কেমন দল হবে এ ব্যাপারে তেমন কিছুই জানালেন না। বললেন, ‘পিচ তো শেষ দুই দিন ধরে ঢাকা। এখনও উইকেট দেখার সুযোগ নেই। বলতে পারছি না কম্বিনেশন কেমন হবে। আমাদের যে শক্তি, আমরা সেটা নিয়েই মাঠে নামবো।’

জহুর আহমেদ স্টেডিয়াম টাইগারদের পয়মন্ত ভেন্যু নামে খ্যাত। সর্বশেষ আট ম্যাচের মাত্র একটিতে হেরেছে টাইগাররা। তবে খেলা মাঠে না গড়ালে এতসব ইতিবাচক বিষয়-সবই মাঠে মারা যাবে। চট্টগ্রামের সমর্থকদের পাশাপাশি হতাশ হবেন দুই দলের ক্রিকেটাররা।

এদিকে, বৃষ্টির কারণে বুধবারের ম্যাচটি না হলে সেটি রিজার্ভডেতে নেওয়ার প্রস্তাব ইংলিশ ক্রিকেট বোর্ডকে দিয়েছিল বিসিবি। কিন্তু ইসিবি এই প্রস্তাব প্রত্যাখান করে বলেছে, ‘সফরের সব কিছু আগে থেকেই চূড়ান্ত করা ছিল। খেলা শেষে বৃহস্পতিবারই ওয়ানডে স্কোয়াডের সবার দেশে ফিরে যাবে। টেস্টের প্রস্তুতির জন্য খেলোয়াড়রা দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। একই সঙ্গে জুলাইয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেটির পরিবর্তন হলে দলে আস্থার জায়গায় ঘাটতি দেখা দিতে পারে।’

 আরও পড়ুন: রিজার্ভ-ডেতে শেষ ওয়ানডে খেলবে না ইসিবি

/আরআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!