X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কালো মেঘে ঢেকে আছে চট্টগ্রামের আকাশ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ অক্টোবর ২০১৬, ১৩:০১আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:০৩

চট্টগ্রামে আবারও অঝোর ধরায় বৃষ্টি নেমেছে, তাই উইকেট ঢাকা পড়েছে কাভারে

খেলা পাগল দর্শকদের হতাশ করে চট্টগ্রামে আবারও মুষল ধারায় বৃষ্টি নেমেছে। সকাল ১১টার দিকে বৃষ্টি থামায় খেলা শুরু নিয়ে যতোটা আশাবাদী হয়েছিল গ্রাউন্ডস কমিটি এই বৃষ্টিতে তাদেরও মুখ ভার। এরই মধ্যে উইকেট আবারও ঢেকে ফেলা হয়েছে। ফলে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচটি নির্ধারিত সময়ে গড়ানো, একই সঙ্গে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।  এমনকি কিছুক্ষণ পর পর বৃষ্টি কমলেও সেই কমাটা স্থায়ী হচ্ছে না।  তাই যথাসময়ে ম্যাচ শুরুর জন্য গ্রাউন্ডসকর্মীরা পর্যাপ্ত সময়ও পাচ্ছেন না।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রামে গত তিনদিন ধরেই বৃষ্টি হচ্ছে। স্টেডিয়ামটি সাগর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাসও বইছে পুরো এলাকা জুড়ে।

গ্রাউন্ডস কমিটির সদস্যরা জানিয়েছেন, গত তিনদিন ধরে টানা বৃষ্টি থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথাযথভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি। যদিও এ দিন দুপুরে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় উইকেট থেকে কাভার সরিয়ে মাঠ খেলার উপযোগী করতে বিরামহীন পরিশ্রম শুরু করেছিলেন তারা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশ কম।
তবুও খেলা হবে ধরে নিয়ে দুই দলই ২২ গজের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে।  বৃষ্টিতেও তারা মাঠের দুই পাশে অনুশীলনের জন্য জড়ো হয়েছে।
বৃষ্টির কারণে টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচে একজন পেসার কমিয়ে বাঁহাতি স্পিনার তাইজুলকে খেলানো হতে পারে। এছাড়া মোসাদ্দেককে বসিয়ে রেখে সৌম্যকে সুযোগ দেওয়া হতে পারে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটিতে।

দ্বিতীয় ওয়ানডেতে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর খেলোয়াড়দের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। তবে দুই দলেরই প্রত্যাশা, মাঠের বাইরের ইস্যুগুলো বাদ দিয়ে ২২ গজে সেরা ক্রিকেট খেলেই জয় তুলে নেবে যোগ্য দল।

/আরআই/এসটি/টিএন/

 

আরও পড়ুন: সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা