X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কালো মেঘে ঢেকে আছে চট্টগ্রামের আকাশ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ অক্টোবর ২০১৬, ১৩:০১আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:০৩

চট্টগ্রামে আবারও অঝোর ধরায় বৃষ্টি নেমেছে, তাই উইকেট ঢাকা পড়েছে কাভারে

খেলা পাগল দর্শকদের হতাশ করে চট্টগ্রামে আবারও মুষল ধারায় বৃষ্টি নেমেছে। সকাল ১১টার দিকে বৃষ্টি থামায় খেলা শুরু নিয়ে যতোটা আশাবাদী হয়েছিল গ্রাউন্ডস কমিটি এই বৃষ্টিতে তাদেরও মুখ ভার। এরই মধ্যে উইকেট আবারও ঢেকে ফেলা হয়েছে। ফলে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচটি নির্ধারিত সময়ে গড়ানো, একই সঙ্গে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।  এমনকি কিছুক্ষণ পর পর বৃষ্টি কমলেও সেই কমাটা স্থায়ী হচ্ছে না।  তাই যথাসময়ে ম্যাচ শুরুর জন্য গ্রাউন্ডসকর্মীরা পর্যাপ্ত সময়ও পাচ্ছেন না।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রামে গত তিনদিন ধরেই বৃষ্টি হচ্ছে। স্টেডিয়ামটি সাগর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাসও বইছে পুরো এলাকা জুড়ে।

গ্রাউন্ডস কমিটির সদস্যরা জানিয়েছেন, গত তিনদিন ধরে টানা বৃষ্টি থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথাযথভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি। যদিও এ দিন দুপুরে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় উইকেট থেকে কাভার সরিয়ে মাঠ খেলার উপযোগী করতে বিরামহীন পরিশ্রম শুরু করেছিলেন তারা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশ কম।
তবুও খেলা হবে ধরে নিয়ে দুই দলই ২২ গজের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে।  বৃষ্টিতেও তারা মাঠের দুই পাশে অনুশীলনের জন্য জড়ো হয়েছে।
বৃষ্টির কারণে টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচে একজন পেসার কমিয়ে বাঁহাতি স্পিনার তাইজুলকে খেলানো হতে পারে। এছাড়া মোসাদ্দেককে বসিয়ে রেখে সৌম্যকে সুযোগ দেওয়া হতে পারে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটিতে।

দ্বিতীয় ওয়ানডেতে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর খেলোয়াড়দের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। তবে দুই দলেরই প্রত্যাশা, মাঠের বাইরের ইস্যুগুলো বাদ দিয়ে ২২ গজে সেরা ক্রিকেট খেলেই জয় তুলে নেবে যোগ্য দল।

/আরআই/এসটি/টিএন/

 

আরও পড়ুন: সব কিছু ছাপিয়ে আলোচনায় বৃষ্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার