X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিজেকেই ‘বিশ্বসেরা’ বলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১৭:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:০৬

নিজেকেই ‘বিশ্বসেরা’ বলছেন রোনালদো কে সেরা-লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? প্রশ্নটা ঝড় তুলে ফুটবল বিশ্বের অলিগলিতে। কারও কাছে এখনকার ফুটবলের সেরা খেলোয়াড় মেসি, কেউ আবার ভোট দেন রোনালদোর বাক্সে। চলমান এই ‍তর্ক-বিতর্ক শেষ হওয়ার নয়। লোকে যাই বলুক, রোনালদো কিন্তু নিজেকেই সেরা মানেন। আত্মবিশ্বাসী পর্তুগিজ যুবরাজ চোট কাটিয়ে চেনা ছন্দে ফিরবেন বলেও জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে।

আনুষ্ঠানিকভাবে এখন ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। গতবার ব্যালন ডি’অর যে জিতেছেন আর্জেন্টাইন অধিনায়কই। এবার অবশ্য পাল্লা ভারী রোনালদোর দিকে। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর পর্তুগালকে প্রথমবার এনে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের মুকুট। বরাবরই প্রচন্ড আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ উইঙ্গার অবশ্য ব্যালন ডি’অর দিয়ে নয়, নিজেকে এমনিতেই দেখেন বিশ্বসেরা খেলোয়াড়ের জায়গায়। লক্ষ্যের প্রতি সব সময় অবিচল থাকা পর্তুগিজ যুবরাজের ভাষায় যা এমন, ‘আমার কাছে আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। আরও শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে প্রতি দিন আমি কঠোর পরিশ্রম করি।’ সঙ্গে যোগ করলেন, ‘সব সময়ই নিজের উন্নতি চাই। আর সব সময় অনুপ্রাণিত, এটাই সাফল্যের অস্ত্র বলে আমার বিশ্বাস।’

ইউরো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রোনালদোকে। চলতি মৌসুমটা তাই দেরী করে শুরু করতে হয় তাকে। চোটের সঙ্গে ফর্মটাও যেন হারিয়ে ফেলেছিলেন তিনি। যদিও বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ৫ গোল করে আবারও চেনা রূপে হাজির হয়েছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী। তাতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া রোনালদোর ঘোষণা, ‘মারাত্মক চোটে পড়েছিলাম, যে কারণে আড়াই মাস থাকতে হয়েছে মাঠের বাইরে। যদিও এখন অনেক ভালো অনুভব করছি। নিজের সেরাটা নিয়ে হাজির হয়েছি আবার। তাই আরও একটি অসাধারণ মৌসুমের জন্য আমি প্রস্তুত।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া