X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পেস আক্রমণ নিয়ে চিন্তিত সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৫ অক্টোবর ২০১৬, ১৯:২১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:২৫

পেস আক্রমণ নিয়ে চিন্তিত সুজন টেস্টে বাংলাদেশের ভালো মানের পেস আক্রমণ নেই, যা আছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। নির্বাচক-কোচ-টিম ম্যানেজম্যান্টের সবার ভাষ্য এমনাটাই। তাই শনিবার প্রধান কোচ হাথুরুসিংহে সরাসরিই বলেছেন, তাদের দলে ২০ উইকেট নেওয়ার কোনও বোলার নেই। ঠিক একই কথা শুক্রবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন ভিন্নভাবে, ‘এটা আমাদের দীর্ঘ দিনের সমস্যা। আমাদের  যে সব পেসার আছে, তাদের থেকেই আমরা সেরা তিনজনকে দলে নেওয়ার চেষ্টা করছি।’

শনিবার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বক্তব্যটাও ঠিক একই রকম, ‘এই মুহূর্তে আমাদের পেস আক্রমণ নিয়ে দুঃচিন্তার অনেক কারণ আছে। শহীদ গত বছর সব টেস্টেই বোলিং করেছে। সে এখন ইনজুরিতে। আমরা এটা কাভার করে সেরা স্কোয়াডটাই চূড়ান্ত করতে পারবো আশা করছি।’

তাসকিন খেলছেন কিনা, বিষয়টি এক প্রকার নিশ্চিতই করে দিয়েছেন প্রধান কোচ। তারপরও সুজন জানালেন, ‘তাসকিনকে নিয়ে দলের পরিকল্পনা অবশ্যই আছে। তবে ওকে এখনই খেলানো হবে নাকি অদূর ভবিষ্যতে, এটা ম্যানেজম্যান্ট ভালো বলতে পারবে। তবে নতুন যারা আছে তার ভালো করছে, এখন আমাদের ওদের উপরই বিশ্বাস রাখতে হবে।’

প্রায় ১৫ মাস পর দলের সঙ্গে মমিনুল। তারপরও তার কোনও সমস্যা হবে না বলে মনে করেন সুজন, ‘ড্রেসিংরুমে আমাদের প্রিয়মুখ মমিনুল। ওর সঙ্গে তো আমাদের সব সময় দেখা হয়। হয়তো ড্রেসিংরুমে থাকে না, কিন্তু সব সময়ই দেখা হয়। আমি নিশ্চিত ওর মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।’

দীর্ঘদিন ধরে টেস্ট খেলা হয় না সাকিব-তামিম-মুশফিকদের। তারপরও আশাবাদী সুজন, সিনিয়ররা এটা মানিয়ে নিতে পারবেন।  এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ম্যাচ অনুশীলনের অভাব থাকলেও আমি নিশ্চিত সিনিয়ররা এটা মানিয়ে নিতে পারবে। ওরা জানে কিভাবে মানিয়ে নিতে। এখন ক্রিকেটের ভঙ্গিটা অনেক আধুনিক, এগুলো চিন্তা করে পারা যায় না।’

/আরআই/কেআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!