X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গোল দিয়ে মেসির ফেরা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ২৩:০৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৪:৪৮




গোল দিয়ে মেসির ফেরা ২৩ দিন পর নামলেন মাঠে। কোনও জড়তা নেই, নেই কোনও ছন্দহীনতার ছাপ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে যেমনটা ছিলেন, ঠিক সেই রূপটা নিয়েই হাজির হলেন তিনি। গোল করলেন মাঠে নামার ৩ মিনিটের মধ্যে!

তিনি লিওনেল মেসি, চোট যতই শত্র“ হয়ে পথ আটকানোর চেষ্টা করুক না কেন, লাভ নেই কোনও। ফিরে আসেন যেন আরও ভয়ঙ্কর হয়ে। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচে কথাটা আবার প্রমাণ করলেন কুঁচকির চোটে অনেকটা সময় মাঠের বাইরে কাটানো আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার আগেই অবশ্য জয়ের সব প্রস্তুতি সেরে রেখেছিলেন রাফিনহা আলকান্তারা ও লুই সুয়ারেস। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় দিয়ে নতুন মিশন শুরু করল কাতালান ক্লাবটি।

আন্তর্জাতিক বিরতি শেষে এই ম্যাচ দিয়েই প্রথমবার মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে দেপোর্তিভোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। গোল পেতেও অপেক্ষায় থাকতে হয়নি বেশিক্ষণ। ২১ মিনিটে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন রাফিনহা। সুয়ারেসের পাস ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই রাফিনহাই আবার লক্ষ্যভেদ করেন ৩৬ মিনিটে। নেইমারের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন জেরার্দ পিকে, যদিও দেপোর্তিভো গোলরক্ষকের গায়ে লেগে বল আসে ফিরে। ফিরতি বল মাটিতে শুয়ে আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন রাফিনহা।

প্রথমার্ধেই ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। এবার স্কোরশিটে নাম লেখান সুয়ারেস। ৪৩ মিনিটে নেইমারের বুদ্ধিদীপ্ত পাস বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বোকা বানিয়ে প্রথমে জায়গা তৈরি করেন উরুগুইয়ান স্ট্রাইকার, এর পর বুলেট গতির শটে করেন লক্ষ্যভেদ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা। যদিও কাজে লাগাতে পারেনি, পাকো আলকাসের যেমন নষ্ট করেন সহজ সুযোগ। এর পর ৫৫ মিনিটে আসে সেই সময়, যখন চোট কাটিয়ে মাঠে নামলেন মেসি। নামলেন আর গোল পাবেন না, তা কি হয়! নামার তিন মিনিটের মধ্যে গোল করে জানিয়ে দিলেন তিনি ফিরছেন তার ছন্দ নিয়েই। নেইমারের ডিফেন্স চেরা পাস বাঁ প্রান্তের দুরূহ কোণ থেকে বল জালে জড়িয়ে দেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে।

সেই চেনা মেসি, সেই চেনা গোল। মেসির ফিরে আসায় বার্সেলোনাও যেন ফিরলো চেনা ছন্দে!
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা