X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টেস্ট স্কোয়াডে চমক, চার নতুন মুখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৬ অক্টোবর ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৫১

চট্টগ্রাম টেস্ট স্কোয়াডে চমক, চার নতুন মুখ আগামী ২০ অক্টোবর থেকে ইংলিশদের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। চট্টগ্রামে প্রথম টেস্টটি শুরু হবে আগামী বৃহস্পতিবার।  সেই লক্ষ্যে চট্টগ্রাম টেস্টের জন্য রবিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  আর এই দল ঘোষণায় রয়েছে চমক। চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েছেন চার নতুন ক্রিকেটার।  এরা হলেন- মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি।
এছাড়া ওয়ানডের পর টেস্টেও দুই বছর পর ফিরেছেন শফিউল ইসলাম। ২০১৪ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।  রবিাবর এম এ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
স্কোয়াডে চলতি বছরে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। ৪০.৩০ গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মিরাজের সংগ্রহ ৫২৪ রান। সেঞ্চুরি না পেলেও এখন পর্যন্ত পেয়েছেন ৫টি হাফসেঞ্চুরি।
মুশফিকের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সর্বশেষ স্কোয়াডে ছিলেন লিটন কুমার দাস। এবার তার পরিবর্তে প্রথমবারের মতো সাদা পোষাকে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ওয়ানডে ও টেস্ট অভিষেক না হলেও সোহান ইতোমধ্যে জাতীয় দলের জার্সিতে ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নুরুল হাসান ৪১.৮১ গড়ে ২৪২৫ রান করেছেন। ৫টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ১৩টি হাফসেঞ্চুরি।
এছাড়া ঘরোয়া ক্রিকেটে কয়েকবছর ধরে ভালো পারফরম্যান্স করা কামরুল ইসলাম রাব্বিও সুযোগ পেয়েছেন চট্টগ্রাম টেস্টে। প্রথম শ্রেণির ক্রিকেটে রাব্বি ৪৭ ম্যাচে ১০৩ উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত ফরম্যাটের বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনকে সুযোগ দেওয়া হয়েছে এই টেস্টে। সাব্বির বিস্ফোরক ব্যাটসম্যান হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ভালো। ৩৪.৭১ গড়ে ৩ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ১৮৪০ রান।

উল্লেখ্য, এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ স্কোয়াড থেকে দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ পুরোটাই মিস করেছেন মুস্তাফিজ। স্বাভাবিকভাবেই তিনি নেই টেস্ট সিরিজে। এছাড়া গত বছর বাংলাদেশের হয়ে সবগুলোই টেস্ট খেলা শহীদও ছিটকে গেছেন ইনজুরির কারণে। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন, নাসির হোসেন, জুবায়ের হোসেন লিখন ও লিটন কুমার দাস।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমান রুম্মন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও