X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডেইলি স্টারকে হারিয়ে বাংলা ট্রিবিউনের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৮:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:০৬

ডেইলি স্টারকে হারিয়ে বাংলা ট্রিবিউনের শুভ সূচনা ওয়ালটন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলা ট্রিবিউন। রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্য ডেইলি স্টারকে ৭২ রানে হারিয়েছে তারা।

যদিও খেলার শুরুতে টসে জিতে প্রথমে বাংলা ট্রিবিউনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ডেইলি স্টার। আর ব্যাটিংয়ে নেমেই ঝোড়ো সূচনা করে বাংলা ট্রিবিউন। নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে তারা। যেখানে রাইসুল ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ ও আতিকুর রহমান ২৭ রান করেন।

জবাবে খেলতে নেমে খেলতে নেমে ডেইলি স্টার ৫৪ রানেই গুটিয়ে যায়।

স্কোর : বাংলা ট্রিবিউন-১২৬/৩ ও ডেইলি স্টার-৫৪/৬)। ম্যাচ সেরা হন জয়ী দলের রাইসুল।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় রবিবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  ড.শ্রী বীরেন শিকদার, এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকীম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, বাংলাদেশ হকি ফেডারেশনেরসহ সভাপতি শফিউল্লাহ আল মুনীর, এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু, সাবেক সভাপতি নাসিমুল হাসান দোদুল ,বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া ও হকি স্টেডিয়ামের প্রশাসক মশিউর রহমান। এদিন ম্যাচ সেরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু।

/এফআইআর/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা