X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মনোযোগ ঠিক রাখতেই মিডিয়া থেকে দূরে ছিলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৫৪

মনোযোগ ঠিক রাখতেই মিডিয়া থেকে দূরে ছিলেন মুশফিক (ছবি: এএফপি) ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এক রানে হেরেছে বাংলাদেশ। তিন বলে টাইগারদের যখন দুই রান প্রয়োজন তখন ক্রিজে ছিলেন মুশফিক। আর ওই সময়ই দায়িত্ব জ্ঞানহীন শট খেলে ড্রেসিংরুমে ফিরে আসতে হয় তাকে। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে রিয়াদ একই পথে হাঁটলে বাংলাদেশ হেরে যায় এক রানের ব্যবধানে।

এর পর থেকেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলা শুরু মুশফিকের। অবশ্য টেস্ট অধিনায়ক মুশফিককে এমনিতেও সংবাদ মাধ্যমের কাছে কম আসতে হয়। বাংলাদেশ এমনিতেই অনেকদিন পর পর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়। গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা।

তাই বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে মুশফিককের সংবাদ সম্মেলনে আসাটা বাধ্যতামূলকই ছিল। এতোদিন এড়িয়ে চললেও বুধবার আর এড়িয়ে চলার সুযোগ ছিলো ন। কারণ তিনিই যে টেস্ট অধিনায়ক।

এতোদিন খেলার দিকে পূর্ণ মনোযোগ দিতেই সংবাদ মাধ্যম থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। বুধবার মুখোমুখি হয়ে তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আসলে মনোযোগ একটা সুনির্দিষ্ট জায়গায় রাখতেই এমনটি হয়েছে। আমি ভাবছিলাম অন্যান্য দিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ভালোভাবে করতে পারি, অন্তত বেশি সময় দিতে পারি- তাহলে সেটা আমার জন্য ভালো হবে। এর বাইরে তেমন কোনও কিছু নেই। আর শেষ ১৪ মাসে খেলা ছিল না তাই দেখা হয় না। হয়ত খেলা হলে নিয়মিত দেখা হতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ভেবেছি এই সমটায়টাতে আমি যাতে আমার কাজের প্রতি মনোযোগটা দিতে পারি। আমি যদি এসে বলি এটা করতে চাই, ওটা করতে চাই..।তার চেয়ে যদি চেষ্টা করি কাজটা ঠিকভাবে করার- মূলত এটাই করতে চেয়েছি। হয়ত যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি। তবে আমি চেষ্টা করেছি দলের জন্য, নিজের জন্য ভালো হয় এমন কিছু করতে।’

এতোদিন দূরত্ব রাখলেও বর্তমানে সাংবাদিকদের সমর্থন চেয়েছেন মুশফিক, ‘চেষ্টা করব মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করার, দল হিসেবে ভালো করার। তাহলে হয়ত আপনারাও উল্টা-পাল্টা প্রশ্ন করার সুযোগ পাবেন না! আপনারা যদি এতটুকু সাহায্য না করেন, তাহলে খুব কঠিন হয়ে যায়।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না