X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস-লিস্টারের জয়

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:৪০

জুভেন্টাসের গোলোৎসব দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল জুভেন্টাসের। একে অলিম্পিক লিওঁর মাঠে গোলের দেখা পাচ্ছিল না, এর ওপর আবার ৫৪ মিনিট থেকে খেলতে হচ্ছিল একজন খেলোয়াড় কম নিয়ে। ৬৯ মিনিটে আবার কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তুলে নিলেন পাউলো দিবালাকে, নামালেন হুয়ান কাদরাদোকে। তাতেই পাল্টে গেল সব হিসাব। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে কলম্বিয়ান মিডফিল্ডারই যে ১-০ গোলের জয় নিশ্চিত করেছেন জুভেন্টাসের। জয় পেয়েছে লিস্টার সিটিও। ঘরের মাঠে একই ব্যবধানে ইংলিশ চ্যাম্পিয়নরা হারিয়েছে কোপেনহেগেনকে।

চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচটিও জুভেন্টাস খেলেছিল প্রতিপক্ষের মাঠে গিয়ে। ডিনামো জাগরেবের বিপক্ষে অবশ্য পেয়েছিল ৪-০ গোলের বড় জয়। যদিও লিওঁর মাঠে তাদের কাজটা মোটেও সহজ ছিল না, আর সেটা টের পেয়েছে খেলার প্রথম মিনিট থেকে। ফরাসি ক্লাবটি এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি করেও পারেনি জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দুর্দান্ত পারফরম্যান্সে। যার মধ্যে রয়েছে পেনাল্টি সেভও। ৩৫ মিনিটে স্বাগতিক খেলোয়াড় আলেক্সান্দ্রে লাকাজেত্তির স্পট কিক ঠেকিয়ে বুফন রক্ষা করেন ইতালিয়ান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত জয় হয়েছে তাদেরই। বদলি হয়ে নামার সাত মিনিটের মধ্যে কাদরাদো জাল খুঁজে পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। তাতে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানটাও ধরে রাখল তারা। ইতালিয়ান ক্লাবটির সমান ৭ পয়েন্ট সেভিয়ারও, যারা জাগরেবের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে, তবে স্প্যানিশ ক্লাবটি পিছিয়ে আছে গোল ব্যবধানে।

চ্যাম্পিয়নস লিগে জয়রথ ছুটছেই লিস্টারের। টানা তৃতীয় জয় পেয়েছে তারা কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়ে। ৪০ মিনিটে জয় সূচক গোলটি করেছেন রিয়াদ মাহরেজ। এই জয়ে কোনও গোল হজম না করে তিন ম্যাচ শেষে ইংলিশ চ্যাম্পিয়নরা পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে ক্লাব ব্রুজের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে পোর্তো।

ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহাম অবশ্য জিততে পারেনি। বেয়ার লেভারকুসেনের মাঠ থেকে তারা ফিরেছে গোল শূন্য ড্র করে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!