X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘ বিরতিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:৩৭

দীর্ঘ বিরতিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলার পর কেটে গেছে ১৪ মাস ১৭ দিন। এর মধ্যে বাংলাদেশ একটি টেস্টও খেলেনি। অথচ এই সময়ে ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬টি টেস্ট! খুব স্বাভাবিক ভাবেই এমন দীর্ঘবিরতি খেলোয়াড়দের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে। মুশফিক অবশ্য দীর্ঘ এই বিরতিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, ‘আমাদের ভালো খেলতে না পারাটা একমাত্র কারণ নয়। ইংল্যান্ডের মতো দল যারা অনেক টেস্ট খেলে, ওদের বিপক্ষ মাঠে নামার আগে প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখন বেশি গুরুত্বপূর্ণ আগামী ৫ দিন আমরা কেমন খেলি। এটাতেই আমরা বেশি মন দিচ্ছি; কতদিন খেলিনি সেসব নিয়ে ভাবছি না। ছেলেরা মাঠে নামতে মুখিয়ে আছে। ওয়ানডে ক্রিকেটে একসময় আমরা ভালো খেলছিলাম না, কিন্তু গত ২ বছরে অনেক ভালো খেলেছি। আশা করি, আগামীকাল থেকে টেস্টেও ধারাবাহিকভাবে ভালো খেলার প্রক্রিয়া শুরু করতে পারবো।’

টেস্টে ভালো করার পেছনে মানসিকতাকে এগিয়ে রাখছেন মুশফিক। গত দশ বছরে যা করা হয়নি, সেটাই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টে করতে চান বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক, ‘গত দেড় বছরে আমরা যেভাবে টানা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি, সেটাও বড় একটি চ্যালেঞ্জ ছিল। কারণ এর আগে আমরা এতোটা টানা খেলিনি। সেটা আমরা খুব ভালোভাবে পেরেছি। আমার মনে হয় টেস্টে ভালো খেলাটা অসম্ভব কিছু না। মানসিক ও শারীরিক ভাবে হয়ত গত ১০-১১ বছরে যা করেছি, সেটার চেয়ে বেশি করতে হবে। যা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের সিনিয়র ক্রিকেটাররা প্রস্তুত। শুধু তাই নয়, জুনিয়র যারা স্কোয়াডে আছে সুযোগ পেলে তারাও নিজেদের উজার করে দেওয়ার জন্য প্রস্তুত। তাই এই দীর্ঘ বিরতি আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।’

তাই প্রথম টেস্টে সাফল্য পাওয়ার জন্য টাইগার অধিনায়ক সেশন বাই সেশন ধারাবাহিক ক্রিকেট খেলতে চান, ‘চেষ্টা করবো পাঁচটা দিন সেশন বাই সেশন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিকভাবে ফিট থাকা। আমরা গত কিছুদিন ধরে অনেক কিছুই চেষ্টা করছি অনুশীলনে। আশা করি, এর প্রতিফলন মাঠে দেখতে পাবেন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!