X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বেয়ারস্টোকে ফিরিয়ে অভিষেকেই মিরাজের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১২:৫২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

মিরাজ অভিষেকেই উজ্জ্বল মেহেদি হাসান মিরাজ। বল হাতে এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে তুলে নিলেন পাঁচ উইকেট। জনি বেয়ারস্টোকে সরাসরি বোল্ড করে পূরণ করেন পাঁচ উইকেটের ঘর। 

টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। কুকের ধারণা ছিল হয়তো সুযোগ লুফে নিতে পারবে তার দল।  কিন্তু টাইগারদের স্পিনে পুরোপুরি খেই হারিয়ে ফেলে ইংলিশরা।  যার শুরুটা করেন অভিষিক্ত মিরাজ।  দলীয় ১৮ রানেই ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করে নেন তিনি।  ৯.৫ ওভারে নিজের প্রথম স্পেলেই সাফল্য পান অভিষেক হওয়া এই স্পিনার।  তার বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার ডাকেট (১৪)। ১১তম ওভারে নতুন করে বোলিংয়ে এসেই আঘাত হানেন সাকিব। তার বলে পুরোপুরি পরাস্ত হন অ্যালিস্টার কুক। সুইপ করতে গিয়েও ঠিকমতো পারেননি।  বল তার হাতের ওপরের অংশে লেগে আঘাত হানে স্টাম্পে। সর্বাধিক টেস্টের রেকর্ড গড়া ‍কুক ফিরে যান ২৬ বলে ৪ রান করে।

দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংলিশদের এর পরেও ঘূর্ণি জাদুতে ভোগাচ্ছিলেন মিরাজ। যার ফসল হিসেবে আসে তার অভিষেক টেস্টের দ্বিতীয় শিকার। গ্যারি ব্যালান্সকে ফেরাতে এলবিডব্লুর আবেদন করেছিল টাইগাররা। যদিও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তাকে ঠিকই সাজঘরে ফেরায় বাংলাদেশ। ৭ বলে ১ রানে ফিরে যান ব্যালান্স। তবে এরপর ধীরে ধীরে প্রতিরোধ দিতে থাকে দুই ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী ও রোজ রুট। চতুর্থ উইকেটে আসে ৬০ রান। রুট ব্যাট করছেন ৩৮ রানে আর মঈন ১৭ রানে। মধ্যাহ্নভোজের আগে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সে হিসেবে প্রথম সেশনে ভালোভাবেই নিজেদের আধিপত্য রেখেছে স্বাগতিকরা।  বিরতির পরও একই ধারায় ছিল স্বাগতিকদের বোলিং।  যেখানে বোলিংয়ে এসেছিলেন সাকিব।  তার এ ওভারেই (২৯তম) দুই বার একই ব্যাটসম্যান মঈন আলীকে এলবিডব্লুতে আউট করার চেষ্টায় ছিলেন তিনি! অনফিল্ড আম্পায়ার আউট দিলেও পরে রিভিউতে দুবারেই বেঁচে ফিরেন মঈন আলী। তবে এরপরের ওভারে আর টিকে থাকতে পারেননি তার সঙ্গে প্রতিরোধ দেওয়া জো রুট। ৪০ রানে এগিয়ে যাওয়া এই ব্যাটসম্যানকে থামান অভিষেকে উজ্জল মিরাজ। অবশ্য মুশফিকের হাঁটুতে বল লেগেই স্লিপে সাব্বিরের হাতে তালুবন্দী হন রুট।  এরপর অবশ্য জুটি গড়ার চেষ্টায় ছিলেন স্টোকস ও মঈন।  ধীরে ধীরে সেভাবেই এগোচ্ছিলেন কিন্তু দলীয় ১০৬ রানে নিজের দুর্দান্ত স্পিনে স্টোকসকে পুরোপুরি পরাস্ত করেন সাকিব।  বোল্ড হয়ে ফিরে যান তিনি।  ততক্ষণে তার স্কোর ছিল ১৮ রান। এরপর অবশ্য ব্যাটে প্রতিরোধ দিতে থাকেন মঈন আলী।  বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেছেন মঈন।  ধীরে ধীরে ভালোই প্রতিরোধ গড়ছিলেন সঙ্গীকে নিয়ে।  কিন্তু ৬৮তম ওভারে মিরাজের বোলিংয়ে আর মনোযোগ স্থির রাখতে পারেননি মঈন।  ৬৮ রানে কট বিহাইন্ড হয়ে ফিরতে বাধ্য হন তিনি। সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৩৯ রান। 

এরআগে ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্টটি মাঠে গড়ায় বৃহস্পতিবার সকাল দশটায়।  যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।  ফলে ১৪ মাস ১৭ দিন পর ফের সাদা পোষাকে খেলতে নামছে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩ ক্রিকেটারের অভিষেক হচ্ছে। ৭৯ নম্বর ক্রিকেটার হিসেবে সাব্বির, ৮০ নম্বর ক্রিকেটার হিসেবে মিরাজ ও ৮১ নম্বর ক্রিকেটার হিসেবে কামরুল ইসলাম রাব্বির অভিষেক হচ্ছে।  বাংলাদেশ দুইজন পেসার নিয়ে খেলছে। একাদশের বাইরে রয়েছেন সৌম্য সরকার, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।

অন্যদিকে ইংলিশ দলে অভিষেক হচ্ছে বেন ডাকেটের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও চোখ ইংলিশদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ।

 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়