X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিরাজের বাড়িতে উৎসবের রঙ

হেদায়েৎ হোসেন, খুলনা
২০ অক্টোবর ২০১৬, ২০:২৬আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:৩৫

মিরাজের বাড়িতে উৎসবের রঙ ঘড়ির কাঁটায় তখন বিকাল ৪টা ১২ মিনিট। মিরাজের খালিশপুরের বাসায় বসে খেলা দেখতে দেখতে জালাল হোসেন বলছিলেন, ‘অভিষেক টেষ্টে মিরাজ ৪ উইকেট পেয়েছে। ৫টাও পেয়ে যাবে ইনশাল্লাহ।’ মিরাজের বাবার কথাটা শেষ হতে না হতেই বোন রুমানা আক্তার মিম্মার উল্লাস ‘বাবা আরেকটা উইকেট, ৫টা  হয়ে গেল।’

মেহেদী হাসান মিরাজ। খুলনার উদীয়মান ও সম্ভাবনাময় এক ক্রিকেটার। যুব বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ আসরে স্বাগতিক বাংলাদেশকে ট্রফি এনে দিতে না পারলেও অধিনায়কত্ব ও ব্যক্তিগত খেলায় মুগ্ধ করেছিলেন ক্রিকেটপ্রেমিদের। সাফল্যের সেই ধারাবাহিতকায় তিনি এবার সুযোগ পেয়ে যান ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেষ্টে। শুধু দলে নয়, ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশেও সুযোগ হয়ে যায় এই অলরাউন্ডারের। আর সেই সুযোগটা কি চমৎকারভাবেই না কাজে লাগালেন তিনি। অভিষেকেই আলো ছড়িয়ে প্রথম দিনে নামের পাশে যোগ করেছেন ৫ উইকেট। প্রথম দিনের খেলায় টাইগাররা ইংল্যান্ডের ৭ উইকেট নিয়েছে, যার ৫টিই পেয়েছেন খুলনার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার বিকালে মিরাজের খুলনার খালিশপুরের বাসায় গিয়ে দেখা যায়, তার বাবা জালাল হোসেন, মা মিনারা বেগম, বোন রুমানা আক্তার মিম্ম, নানী খাদিজা বেগম, ছোট মামা রিয়াজ গাজী ও ফুফু কোহিনুর বেগম খেলা দেখছেন। মিরাজের প্রতিটি বলেই তাদের সে কি উল্লাস!

ছেলের খেলা নিয়ে জালাল হোসেন বলেছেন, ‘ছেলে টেষ্ট খেলছে, যেটা ওর স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে রূপ নিলো। অভিষেকে ও ভালোই করছে। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আস্থা অর্জন করছে। দেখে খুব ভালো লাগছে। এ ভালো লাগার অনুভূতি আসলে প্রকাশ করা কঠিন।’

মিরাজের মা মিনারা বেগম সকাল থেকেই ছেলের খেলা দেখছেন। ক্রিকেট খুব একটা না বুঝলেও টিভিতে ছেলেকে দেখার সুযোগটা হাতছাড়া করছেন না তিনি। নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি এভাবে, ‘ ছেলের খেলার সঙ্গে মাঠের দর্শকদের হৈচৈ দেখে বোঝাই যায় মিরাজ ভালো করছে। ও আরও ভালো করুক, দেশের সেরা খেলোয়াড় হোক-আল্লাহর কাছে সেই দোয়াই করি।’

বোন রুমানা আক্তার মিম্মা বলেন, ‘যুব বিশ্বকাপের খেলার চেয়েও এই টেষ্টের গুরুত্ব অনেক বেশি। টেষ্টের শুরুতেই এতটা ভালো করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মনে হচ্ছে আমি ঘরে টিভির সামনে নয়, মাঠে বসেই খেলা দেখছি।’

মিরাজের চাচা মোঃ ইফসুফ জানিয়েছেন, ভাতিজার টেষ্ট অভিষেক উপলক্ষে পুরনো টিভি পাল্টে নতুন টিভি আনা হয়েছে।

/কেআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা