X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ম্যাচে ফিরছেন আর্জেন্টিনার মেসি

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৩:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৩:৩৯

ব্রাজিল ম্যাচে ফিরছেন আর্জেন্টিনার মেসি আর্জেন্টিনার সামনের ম্যাচটাই ব্রাজিলের বিপক্ষে। ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্খিত দ্বৈরথের জন্য আর্জেন্টিনা ঘোষণা করেছে তাদের দল। যেখানে ফিরেছেন দলের সেরা অস্ত্র লিওনেল মেসি।

চোটের কারণে খেলতে পারেননি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত রাউন্ডের দুটি ম্যাচ। শুরুতে স্কোয়াডে থাকলেও মেসি আর্জেন্টিনায় যেতেই পারেননি কুঁচকির চোটের কারণে। যদিও আর্জেন্টাইন অধিনায়ক ফিরছেন ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচটা ব্রাজিল বলে শুধু নয়, বিশ্বকাপ বাছাইয়ে ভালো জায়গায় থাকার জন্য দুইবারের চ্যাম্পিয়নদের জেতাটা খুব দরকার। মেসি না থাকায় গত রাউন্ডের দুটো ম্যাচে একেবারেই ভালো করতে পারেনি আলবিসেলেস্তেরা। পেরুর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরলেও ঘরের মাঠে হেরে যায় প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে। এই মুহূর্তে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গতবারের রানার্স-আপরা রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

সামনের ম্যাচটাই আবার শীর্ষে থাকা ব্রাজিলের ঘরের মাঠে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১০ নভেম্বর খেলার চার দিন পর ঘরের মাঠে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা ঘোষণা করেছেন দল। যে দলে মেসির ফেরার সঙ্গে সুযোগ পেয়েছেন রেসিং মিডফিল্ডার মার্কোস আকুনা ও সাও পাওলো মিডফিল্ডার হুলিও বুফারেনি।

আর্জেন্টিনা স্কোয়াড :

গোলরক্ষক : নাহুয়েল গুজমান, সের্হিয়ো রোমেরো, গেরোনিমো রুয়ি; ডিফেন্ডার : মার্তিন দেমিচেলিস, মাতেসো মুসাকিও, নিকোলাস ওতামেন্দি, রামিরো ফুনেস মোরি, গ্যাব্রিয়েল মেরকাদো, ফাকুন্দা রনকাগলিয়া, এমানুয়েল মাস, পাবলো সাবালেতা; মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, গুইদো পিজারো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, এনসো পেরেস, নিকোলাস গাইতান, আনহেল দি মারিয়া, হুলিও বুফারিনি, মার্কোস আকুনা; ফরোয়ার্ড : আনহেল কোরেয়া, লিওনেল মেসি, গনসালো হিগুয়েইন, পাউলো দিবালা, সের্হিয়ো আগুয়েরো, লুকাস প্রাতো।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫