X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তিন শ’র নিচে লক্ষ্যমাত্রা রাখতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৬, ১৮:৫৯আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:০৬

তিন শ’র নিচে লক্ষ্যমাত্রা রাখতে চায় বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ২৭৩ রানে এগিয়ে ইংলিশরা। তাদের হাতে রয়েছে আরও দুই উইকেট। বাংলাদেশের লক্ষ্য ইংলিশদের স্কোরকে তিন শ’র নিচে রাখা। জয়ের জন্য ৩০০ মাইনাস লক্ষ্যমাত্রা কঠিন হলেও অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

শনিবার তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন এই বোলিং কোচ। রবিবার ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে বলে জানান তিনি, ‘ব্যাটিংয়ে নেমে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। দেখে, বুঝে শুনে খেলতে হবে। লুজ বলগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে। যদি দুটি কিংবা তিনটি ভালো জুটি আসে সেক্ষেত্রে আমাদের ভালো ‍সুযোগ থাকবে। আমাদের লক্ষ্য ওদের স্কোর ৩০০ রানের নিচে বেঁধে রাখা। এই কাজটা মোটেও সহজ নয়, তবে অসম্ভবও নয়।’

রবিবার চতুর্থ দিনের শুরুতেই ইংল্যান্ডের বাকি দুই উইকেট তুলে নিতে চায় বাংলাদেশ, ‘আমাদের আগামীকাল (চতুর্থ দিন) দ্রুত দুটি উইকেট তুলে নিতে হবে। এই ম্যাচটি এখনও দুই দলের সমান সুযোগ আছে। সম্ভবত ইংল্যান্ড আরও ২০ কিংবা ৩০ রান করতে সক্ষম হবে।’

ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ড আড়াই সেশন ব্যাটিং করেছে। এই সময় বাংলাদেশ দলের বোলাররা শুরু থেকেই ভালো বোলিং করেছে। বোলারদের প্রশংসা করতে গিয়ে কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘আমার মনে হয় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। একটা সময়ে আমরা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওদের মধ্যে ভালো একটি জুটি গড়ে উঠে।’

৬২ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তুলে আনেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। ৬ষ্ঠ উইকেটে তাদের গুরুত্বপূর্ণ ১২৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংলিশরা। তাদের দুইজনের জুটি প্রসঙ্গে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওয়ালশ বলেছেন, ‘এটাই টেস্ট ক্রিকেটের মজা। স্টোকস দায়িত্ব নিয়ে খেলেছে এবং বেয়ারস্টোর সঙ্গে দারুণ একটি জুটি গড়েছে। তারপরও আমার মনে হয় ম্যাচটিতে এখনো দুই দলের সমান সম্ভাবনা আছে। আমি নিশ্চিত এই ম্যাচের একটা ফলাফল হবে।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া