X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাব্বিরের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৬, ১৭:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:১৫

সাব্বিরের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি সাদা পোশাকে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান। দুই বছর আগে সংক্ষিপ্ত ফরম্যাটে সাব্বিরের অভিষেক হলেও সাদা পোশাকে চট্টগ্রাম টেস্টেই অভিষেক হয়েছে সাব্বিরের।

বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ৫০ বা তার বেশি রান করলেন সাব্বির রহমান।

যদিও অভিষেক ম্যাচে চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৪ সালে মানজারুল ইসলাম রানা নিজের অভিষেক ম্যাচে ৩১ রান করেছিলেন। ওটাই অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।

রবিবার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পেতে ইংলিশ অফস্পিনার গ্যারেথ ব্যাটিকে বেছে নিয়েছিলেন সাব্বির। তার বলটি সোজা ব্যাটে খেলে বাউন্ডারির সাহায্যেই তুলে নেন প্রথম হাফসেঞ্চুরি। এই মাইলফলকে পেতে সাব্বির খেলেছেন ৭৬টি বল। যাতে রয়েছে তিনটি চার ছাড়াও দুটি ছয়ের মার। সাব্বির প্রথম ইনিংসে করেছিলেন ১৯ রান।

১৪০ রানে সাকিবকে হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরায় সাব্বির ও মুশফিকের জুটি। মুশফিক আউট হওয়ার আগে ৮৭ রানের জুটি গড়ে ইংলিশদের বিপক্ষে প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাব্বির।

অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের সংগ্রাহক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের অভিষেক ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১৪৫ রানের ইনিংস। বুলবুলের সেঞ্চুরি ছাড়াও মোহাম্মদ আশরাফুল (১১৪) ও আবুল হাসান রাজুর (১১৩) সেঞ্চুরি রয়েছে।

উল্লেখ্য, সেঞ্চুরি ছাড়াও অভিষেকে হাফসেঞ্চুরি রয়েছে জাভেদ ওমর বেলিম (৬২ ও ৮৫*), তামিম ইকবাল (৮৪ ও ৫৩), নাজিমউদ্দিন (৭৮), জুনায়েদ্দ সিদ্দিকী (৭৪), হাবিবুল বাশার (৭১), রাজিন সালেহ (৬০), হান্নান সরকার (৫৫), মমিনুল হক (৫৫), তাপস বৈশ্য (৫২*)।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়