X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কোচের কণ্ঠে প্রথম ইনিংসের আফসোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৯

বাংলাদেশ কোচের কণ্ঠে প্রথম ইনিংসের আফসোস চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার ৩৩ রান। অন্যদিকে ইংলিশদের চাই ২ উইকেট। আর তাই তো চট্টগ্রাম টেস্টের শেষ দিনটা বসে আছে রোমাঞ্চের ডালি সাজিয়ে।

যদিও ম্যাচটা এত টানটান উত্তেজনা হওয়ার কথা ছিল না। ইংলিশদের কোনঠাসা করে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা ছিল। কিন্তু হয়নি প্রথম ইনিংসে শেষ ৫ ব্যাটসম্যানের ব্যর্থতায়। আর তাই তো ম্যাচের চতুর্থ দিন শেষে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মাহুতির জন্য আফসোস করলেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহের আফসোস করার যথেষ্ট কারণও আছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে ২২১ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ৩১ ও শফিউল ইসলাম শূন্য রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে। সবারই প্রত্যাশা ছিল বাংলাদেশ ইংল্যান্ডের দেওয়া ২৯৩ রান ছাড়িয়ে যাবে। কিন্তু দিনের দ্বিতীয় বলে সাকিবে বাজে শট খেলে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আর ২৭ রান যোগ হতেই বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৮ রানে।

টাইগারদের পারফরম্যান্সে হাথুরুসিংহে খুশি হলেও প্রথম ইনিংসের আফসোস তার কণ্ঠে, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এমন কন্ডিমনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলেছি। আমরা এখন যে অবস্থায় আছি প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ভালো করলে এর চেয়ে এগিয়ে থাকতে পারতাম। সেটা না হওয়াতে আমি কিছুটা হতাশ। প্রথম ইনিংসের বিষয়টি আমাদের মেনে নিতেই হচ্ছে।’

সাকিব দিনের দ্বিতীয় বলেই মঈন আলীকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান। সাকিবের এমন শটে গতকাল বোলিং কোচ কোর্টনি ওয়ালশ হতাশা ব্যক্ত করেছিলেন। আজ সোমবার হতাশা ঝড়ল প্রধান কোচ হাথুরুসিংহের কণ্ঠেও, ‘আমি নিশ্চিত ওই সময়ে সাকিব ওই শটটা না খেললে আরও ভালো খেলতে পারতো। এই আউট আমাদের জন্য ইতিবাচক কিছু দেয়নি। সব মিলিয়ে সত্যিই আমি হতাশ।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’