X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কোহলির দাপটে উড়ে গেলো নিউজিল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ২১:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২১:৫৯





বিরাট কোহলি বিরাট কোহলির ২৬তম একদিনের আন্তর্জাতিক শতকে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারি নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। রবিবার মোহালিতে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৯.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হয়। পরে বিরাট কোহলির দাপটে ৪৮.২ ওভারে তিন উইকেটে ২৮৯ রান করে সিরিজে ২-১ অগ্রগামিতা নেয় ভারত।

ছয় রানে ম্যাট হেনরির বলে স্লিপে বিরাট কোহলির দেওয়া ক্যাচ ফেলে দিয়েছিলেন রস টেলর, আর পেছনে ফিরে তাকাননি কোহলি। ৪৯ বলে অর্ধশত, ১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে গড়ে দেন জয়ের ভিত্তি। ১৩৪ বলে ১৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৪ বলে ২৮ রান করে অন্য প্রান্তে অপরাজিত ছিলেন মনিশ পান্ডে।
বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৫১ রানের তৃতীয় উইকেট জুটিতে চালকের আসনে বসে ভারত। ৯১ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অলঙ্কৃত ইনিংসে ধোনি করেন ৮০ রান। সঙ্গে সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার ক্লাবের সদস্যও হন ধোনি।
এর আগে ওপেনার টম ল্যাথাম ও মিডল অর্ডার জেমস নিশামের মারমুখি ইনিংসের ওপর ভর করে ২৮৫ রানের সংগ্রহটা দাঁড় করায় নিউজল্যান্ড। ল্যাথাম ৭২ বলে তিনটি চার ও একটি ছক্কায় করেন ৬১ আর নিশাম করেন সাতটি চারের সাহায্যে ৪৭ বলে ৫৭। শুরু ও শেষে এ দুটি ইনিংসের মাঝে দলের জন্য অবদান রেখেছেন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। গাপটিলের ২৭ ও উইলিয়ামসনের ২২ রান দলের রানের চাকা সচল রাখে। তবে ভারতের সব পরিকল্পনা ভেস্তে দেন দশ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা বাঁ-হাতি পেসার ম্যাট হেনরি। তার ৩৭ বলে ৩৯ রানের ইনিংস, যেটিতে ছিল চারটি চার ও একটি ছক্কা বাড়ায় ভারতীয় বোলারদের হতাশা।
পেসার উমেশ যাদব ৭৫ রানে তিনটি আর স্পিনার কেদার যাদব ২৯ রানে তিনটি উইকেট নেন। যশপ্রিত বুমরা ও অমিত মিশ্র নিয়েছেন দু’টি করে উইকেট, ৫২ ও ৪৬ রান খরচায়।
সিরিজের চতুর্থ ম্যাচটি মাঠে গড়াবে বুধবার, ভেন্যু ঝরকান্দের রাজধানী রানচির জেএসসিএ স্টেডিয়াম যেটি ভারতের সেরা স্টেডিয়ামের একটি।

/আরএম/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা