X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২২ মিনিটে স্বপ্নভঙ্গ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৪ অক্টোবর ২০১৬, ১২:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১২:৫৬

২২ মিনিটে স্বপ্নভঙ্গ পঞ্চম দিনে রোমাঞ্চের মেয়াদ মাত্র ২২ মিনিট। এই ২২ মিনিটে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো টাইগারদের। আর তাই তো গল্পের শেষটা হলো কান্নায়। তাইজুল যখন লেগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেলেন, আশা তখন কিছুটাও হলেও বেঁচে ছিল। কিন্তু পেসার শফিউল ইসলাম কোনও সুযোগই দিলেন না সাব্বিরকে শেষ চেষ্টা করার। একই ওভারে তৃতীয় বলে তিনি স্টোকসের শিকারে পরিণত হলেন।

শফিউল যখন রিভিউ চেয়েও আউট হয়ে গেলেন, অন্য প্রান্তে কান্নায় ভেঙে পড়লেন সাব্বির। জাতীয় দলের এই বিস্ফোরক ব্যাটসম্যান হয়তো গল্পটা ভিন্নভাবে লিখতে চেয়েছিলেন। কিন্তু ক্রিকেট বিধাতা চট্টগ্রাম টেস্টের গল্পটা লেখালেন ঠিক উল্টো করে। এভাবে ভেঙে পড়া সাব্বিরকে সান্তনা দিতে প্রথমে এগিয়ে এলেন বেন স্টোকসই। যে কিনা চট্টগ্রাম টেস্টের নায়ক। এরপর একে একে ইংলিশ ক্রিকেট দলের অন্য খেলোয়াড়রা। ততক্ষণে অবশ্য নিজেকে সামলে নিয়েছেন সাব্বির। ‘পাকা অভিনেতা’র ভূমিকায় ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন।

বাংলাদেশ এর আগে কোনও টেস্টই এতটা প্রভাব বিস্তার করে খেলেনি। বেশ কিছু টেস্টে দারুণ প্রভাব দেখিয়ে ড্র করলেও এমন রোমাঞ্চকর ম্যাচ আর হয়নি বাংলাদেশের টেস্ট ইতিহাসে। চট্টগ্রাম টেস্টে উইকেটের পুরো সুবিধা কাজে লাগিয়ে রোমাঞ্চকর এই টেস্ট উপহার দিয়েছে মুশফিকবাহিনী। টেস্ট অধিনায়ক মুশফিকের ক্যারিয়ারে অন্যতম সেরা টেস্ট এটি।

রবিবার শেষ বিকালে যখন মুশফিক আউট হলেন ম্যাচটি তখনই হেলে পড়ে ইংলিশদের দিকে। তারপরও তাইজুল-সাব্বির গুরুত্বপূর্ণ জুটি গড়লে শেষ দিনে জয়ের স্বপ্ন বেঁচে থাকে টাইগারদের। যদিও শেষ রক্ষা হয়নি। সোমবার প্রথম সেশনের ২২ মিনিটেই স্বপ্ন থেকে ২২ রান দূরে থেকে অলআউট হয় বাংলাদেশ। তবে এমন ম্যাচ হারে চাইলে আঙুল তোলা যায় বাংলাদেশের প্রথম ইনিংসের দিকে। বিশেষকরে সাকিবের ব্যাটিংয়ে হতাশ করেছে ক্রিকেট বোদ্ধাদের।

চট্টগ্রাম টেস্টে ২২ রানে হেরে গেলেও প্রাপ্তির অনেক কিছুই যোগ হয়েছে। এই ম্যাচে মিরাজ-সাকিবের ঘূর্ণিগুলো ছিল ভয়ঙ্কর। তাদের বোলিং দৃঢ়তাতেই মূলত ইংল্যান্ডকে দুইবার অলআউট করা সম্ভব হয়েছে। বোলাররা প্রমাণও দিয়েছেন নিজেদের সামর্থ্যের।

সাব্বির সাদা পোশাকে খেলতে প্রস্তুত, প্রমাণ হয়েছে এই টেস্টেই। সংক্ষিপ্ত ফরম্যাটের বিস্ফোরক এই ব্যাটসম্যানকে নিয়ে আশা ছিল কোচ-অধিনায়কের। নিজের প্রথম টেস্টেই প্রত্যাশা পূরণ করেছেন তিনি। অন্যদিকে অভিষেক হওয়ার আরেক অলরাউন্ডার মেহেদী বলে হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

আন্তর্জাতিক ক্রিকেটে ২২ গজে ব্যাট হাতের লড়াইটা হয়তো এখনো রপ্ত করতে পারেননি তিনি। এছাড়া কামরুল ইসলাম রাব্বি দারুণ বোলিং না করেও অধিনায়কের আস্থার প্রতিদান কিছুটা হলেও দিতে পেরেছেন। স্পিন উইকেটে এর চেয়ে ভালো হয়তো পেসারদের পক্ষে করা সম্ভব নয়!

চট্টগ্রামের স্পিন উইকেটে শুরুর দিকে তামিম-ইমরুল যেভাবে বুক চিতিয়ে লড়াই করলেন, তা চট্টগ্রাম টেস্টের প্রাপ্তি বলা চলে। তাদের এমন শুরুতেই পরের দিকের ব্যাটসম্যানরা লড়াই করার সাহস পেয়েছিল।

সবকিছু মিলিয়ে বাংলাদেশ জয়ের খুব কাছ থেকে ফিরে এলেও শেষ পর্যন্ত ক্রিকেটেরই জয় হয়েছে। টেস্ট ক্রিকেটে রহস্য এখানেই। ক্ষণে ক্ষণে রং বদলানোর এই টেস্টে বাংলাদেশ ইতিবাচক বিষয়গুলো থেকে প্রেরণা নিয়ে ঢাকা টেস্টের জন্য প্রস্তুতি নিবে। হয়তো চট্টগ্রামের বদলাটা ঢাকাতেই হচ্ছে!

/আরআই/কেআর/

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’