X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে দুষলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৪ অক্টোবর ২০১৬, ১৭:১৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:১৯

মুশফিক ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। চারদিনের এই টুর্নামেন্টটি এখনও ‘পিকনিক ক্রিকেট’ নামেই পরিচিত। টেস্ট প্রাপ্তির ১৬ বছরেও ঘরোয়া এই ক্রিকেটের কোনও কাঠামো দাঁড় করাতে পারেনি বিসিবি। শুধু তাই নয় বিশেষ প্রয়োজনে হুটহাট বন্ধ হয়ে যায় লংগার ভার্সনের এই টুর্নামেন্ট। কারণ হিসেবে দেখানো হয়-জাতীয় দলের ব্যস্ততা।

আবার কখনও নিয়মিত খেলা হলেও দেখা যায় উইকেট স্লো কিংবা ম্যাড়ম্যাড়ে। আর এমন উইকেট থেকে পেস বোলাররা কিছুই শিখতে পারে না বলে অভিমত মুশফিকের।

অথচ চট্টগ্রামের স্লো-টার্নিং উইকেটেই ওকস-ব্রড-স্টোকসরা রিভার্সসুইং দিয়ে রীতিমতো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে। শুধু নতুন বলে নয়, পুরনো বলে বিশেষ করে বেন স্টোকস ছিলেন হন্তারক। তাইতো মুশফিক আক্ষেপ করেই বললেন ঘরোয়া ক্রিকেটে এমন অনভিজ্ঞতার কারণেই পেসাররা জানে না কীভাবে রিভার্স সুইং করতে হয়!

চট্টগ্রাম টেস্টে দুইজন পেসার খেলেছেন। দুই পেসার শফিউল ও কামরুল মিলে মোট ২৮ ওভার বোলিং করেছেন। সাফল্য বলতে একটি উইকেট! এমন পরিস্থিতিতে রুবেল কিংবা আল আমিনকে কতটুকু মিস করেছেন প্রশ্নটা করতেই মুশফিক জানালেন, ‘এভাবে বলা একটু কঠিন। ওদের টেস্ট রেকর্ডে যে আহামরি কিছু আছে তেমনটা নয়। এর মানে এই নয় যে, তারা খুব বাজে বোলার।’

তিনি আরও যোগ করেন, ‘এমন উইকেটে খেলতে হলে বলটা কীভাবে রিভার্স করাতে হয় তা বোলারদের জানতে হয়। আমাদের সমস্যা আসলে শুরুতেই। প্রথম শ্রেণির ক্রিকেটে কয়জন বোলার আছে যারা পুরনো বলে বল করতে পারে। স্কোরকার্ড দেখলে দেখা যায়, ঘাসের উইকেটে হোক আর অন্য কোনও উইকেটেই হোক স্পিনাররা ৫ উইকেট নেয়, পেসাররা একটা বা দুইটা। এটা আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে সব সময়ই হয়ে থাকে।’

বোলারদের বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া উচিত বলে মনে করেন মুশফিক, ‘একজন বোলার যদি নাই বোঝে পুরনো বলে তাকে কীভাবে বোলিং করতে হবে, একটা ব্যাটসম্যানকে কীভাবে রেট করতে হবে। তাহলে বোলারদের কাছ থেকে টেস্ট ক্রিকেটে বড় কিছু আশা করা যায় না।’

ইংল্যান্ডের বোলারদের প্রসঙ্গ টেনে মুশফিক বলেছেন, ‘স্টোকস কিংবা ব্রড বলেন তারা গত ৮-১০ বছর ধরে এই কাজটা ঘরোয়া ক্রিকেটে করে আসছে। তাদের জন্য কতটা সহজ আন্তর্জাতিক ক্রিকেট খেলা।’

তারপরও শফিউল-কামরুলে হতাশ নন মুশফিক। পুরনো বলে কামরুল বেশ কার্যকরী বলেই চট্টগ্রাম টেস্টে দলে রাখা হয়েছে তরুণ এই পেসারকে। দ্বিতীয় ইনিংসে স্টোকস ও বেয়ারস্টোর ১২৭ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম। শফিউল অবশ্য বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও সফল হননি।

এই দুই পেসার নিয়ে মুশফিকের ব্যাখ্যা, ‘শফিউল আর রাব্বি যে খুব খারাপ করেছে তা নয়। তারা এখান থেকে কিছু শিখতে পেরেছে। তারা বুঝতে শিখবে এমন উইকেটে প্রত্যেকেটি রান কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি স্পেল কতটা গুরুত্বপূর্ণ। পুরনো বলে যে রিভার্স সুইং করা যায়, এটা ওরা খুব ভালো ভাবেই বুঝতে পেরেছে। আশা করি এখান থেকে ওরা যা শিক্ষা নেবে তা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা