X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে এগিয়ে ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৯:০১আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:০৬

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে এগিয়ে ৩ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক। সময়ের সঙ্গে রাজনৈতিক দলগুলোতেও বেড়েছে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব ও এর ব্যাপ্তি। আর এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি  ‘হাই-প্রোফাইল’ নাম উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে।

বিগত কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তিনি তার পদ ধরে রাখতে চান। তবে যত দূর জানা গেছে, এ পদে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাইমুর রহমান দূর্জয়, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও সাবেক জাতীয় তারকা ফুটবলার বাদল রায়-তিনজনই এগিয়ে আছেন। প্রধানমন্ত্রী এই তিনজন ক্রীড়া ব্যক্তিত্ব থেকেই একজনকে দলের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক বেছে নেবেন বলে শোনা যাচ্ছে।

দেওয়ান শফিউল আরেফিন টুটুল খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে মাঠে নেমে পড়ে মূলত ক্রিকেট নিয়েই কাজ করেছেন বেশি। বিগত তিনটি কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা টুটুল বলেছেন, ‘দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, দলকে ক্রীড়াঙ্গন থেকে সক্রিয় ও কার্যকরী সমর্থণ যে দেওয়া যায়, আমি তা করে দেখিয়েছি। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব অনেক, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল।’

বাদল রায় আশির দশকে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদেরের সঙ্গে  নির্বাচিত হয়েছিলেন।  তিনি ক্রীড়াঙ্গন ও দেশের জন্য কাজ করতে চান, ’খেলাধুলার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়। রাজনীতির মুখ্য উদ্দেশ্যও তাই, আমি বিশ্বাস করি  নেত্রী ও প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকেই মনোনীত করবেন।”

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন গত রবিবার ও মঙ্গলবার মিলে দুই দফায় আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৪৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি দলের সভাপতিমন্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে কার্যনির্বাহী কমিটির সদস্য  মনোনয়ন দেন। কার্যনির্বাহী কমিটির ২৮ জন সদস্য মনোনীত করতে আগামী শুক্রবার সভাপতিমন্ডলীর বৈঠক ডাকা হয়েছে।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…