X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ভুলে ঢাকাতে নজর তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৯:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৩

চট্টগ্রাম ভুলে ঢাকাতে নজর তামিমের ইংল্যান্ডের বিপক্ষে নবম টেস্টে খেলতে নেমে বাংলাদেশে নতুন সম্ভাবনার কথা জানান দিয়েছে। ম্যাচটি ২২ রানে হেরে গেলেও সবাই টাইগারদের প্রশংসা করেছে। এমন প্রশংসার বানে ভেসে আত্মতৃপ্তিতে ভুগতে চায় না বাংলাদেশ।

বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সহ-অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘গণমাধ্যম বা মানুষজন বলছে, আমরা খুব ভালো খেলেছি। আমরা আলোচনা করলাম, এতটুকুতে যদি খুশি হয়ে যাই, তাহলে আমরা কোনও সময় উন্নতি করতে পারব না। হেরে যাওয়ায় আমরা সবাই কষ্ট পেয়েছি। যদি জিততাম তাহলে অন্যরকম কথা ছিল। আমরা হেরে গেছি, এখন সবাই বলছে আমরা ভালো খেলেছি। এটা চিন্তা করে যদি আমরা খেলতে নামি, সেটা ভালো হবে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ম্যাচ হেরেছি, খারাপ লাগার অনুভূতি আমাদের মধ্যে রয়েছে। কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে। আমরা পাঁচদিনই প্রতিদ্বন্দ্বিতা করেছি। এখন যখন খেলব, আমাদের চেষ্টা থাকবে ম্যাচটা জেতার। মাঠে যে ১১ জন নামে, তারা কিন্তু জেতার জন্যই নামে। প্রথম ম্যাচে পারিনি সেটা ভিন্ন ব্যাপার। পরের টেস্টেও আমাদের একই পরিকল্পনা থাকবে। আমাদের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত নিজেদের কাজ করার চেষ্টা থাকবে। যদি জিততে না পারি তখন অন্য স্টেপ বা ড্রয়ের চিন্তা করব।’

নিয়মিত টেস্ট না খেলাতেই কি আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেছেন, ‘আমার মনে হয়, এত বড় একটা বিরতির পর প্রথম ম্যাচটা যদি ভালো না খেলতাম তাহলে হয়তো এর প্রভাব একটু থাকতো। আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, আমরা আগের চেয়ে ভালোভাবে প্রস্তুত থাকবো, আত্মবিশ্বাসীও থাকবো।’

চট্টগ্রামে যেমন উইকেট চাওয়া হয়েছিল ঠিক তেমনটাই পেয়েছিলেন মুশফিকরা। ঢাকাতে যেভাবে চাইবেন সেভাবে পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত তামিম ভাবছেন উইকেটের সুবিধা ঢাকাতে কিভাবে ব্যবহার করা যায়, ‘চট্টগ্রামে উইকেট আমাদের পুরোপুরি পক্ষে ছিল। যেমন চেয়েছিলাম তেমনটা পেয়েছি। আমাদের ঢাকার উইকেটের সুবিধাটা নিতে হবে। আমাদের চাওয়া মতো উইকেট পেয়ে গেলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না, তাহলে তো আর উইকেটকে দোষ দিয়ে লাভ নেই। আমরা খেলোয়াড়রা কিভাবে কম ভুল করব-সেগুলোতে ফোকাস থাকাটা জরুরি।’

মিরপুরের উইকেট স্পোর্টিং হলে ইংলিশ পেসাররা বাড়তি সুবিধা আদায় করে নিতে পারে। বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তামিম, ‘এটা নিয়ে আমাদের টিম মিটিংয়ে আলোচনা হয়েছে। সেভাবে পরিকল্পনা করেই আমরা অনুশীলন করছি। যা করার আমরা তার সবকিছুই করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা।’

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স তামিমের কাছে এমন, ‘ভালো খেলেছি, তবে ম্যাজিকের কিছু নেই। আমার কাছে মনে হয় আমরা মানসিকভাবে চেষ্টা করছিলাম ভালো খেলার। তা ছাড়া জানতাম এরকম একটা সময় আসবে। ১০ কিংবা ১৫ মাসের বিরতির পর এমন পারফরম্যান্স আসলেই সহজ কাজ না।’

/আরআই/কেআর/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি