X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্পিন আক্রমণে নিজেদের এগিয়ে রাখলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৬:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:১৯

স্পিন আক্রমণে নিজেদের এগিয়ে রাখলেন মুশফিক চট্টগ্রামে টেস্টে ৪০ উইকেটের বেশির ভাগ পড়েছে স্পিন আক্রমণে। দুই ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের ২০ উইকেটের ১৯টিই নিয়েছেন সাকিব-তাইজুল-মিরাজরা। বাংলাদেশের ২০ উইকেটের মধ্যে ১২টি নিয়েছেন ইংলিশ তিন স্পিনার গ্যারেথ ব্যাটি-মঈন আলী-আদিল রশিদ। চট্টগ্রামে টার্নিং উইকেটের সাফল্যের বিচারে স্পষ্ট হয়ে যাওয়ার কথা বাংলাদেশের স্পিনাররা ইংলিশদের চেয়ে খানিকটা হলেও এগিয়ে।

মুশফিক ভিন্নভাবে চিন্তা করলেও এগিয়ে রাখলেন নিজেদেরকেই। তার মতে দুই দলের স্পিন আক্রমণ দুই ধরণের, ‘দুটো দুই ধরণের। ভালো পেস বোলিং আক্রমণের কারণে ওদের স্পিনারদের আক্রমণে যেতে হয় না। রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে লম্বা সময় বোলিং করে গেলেই হয়। আমাদের স্পিনাররাই মূল শক্তি, ওদেরই অ্যাটাক করতে হয়, উইকেট নেওয়ার চেষ্টা করতে হয়। রক্ষণাত্মক বোলিং করে লাভ হবে না। সে দিক থেকে অবশ্যই আমাদের স্পিনারা এগিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের স্পিনাররা অন্তত তিনটা কন্ডিশনে বল করতে পারে। পুরনো বলে হোক বা নতুন বলে, অ্যাটাক করে বা ডিফেন্সিভ, তারা খেলতে পারে। এটাই আমাদের ন্যাচারাল। আমাদের স্পিনাররা ওয়ানডেতেও নতুন বলে বল করে অভ্যস্ত। যেটা বাইরের দেশে অনেকেই অভ্যস্ত নয়। সেদিক থেকে আমাদের স্পিনাররা এগিয়ে।’

চট্টগ্রামে টেস্টে বাংলাদেশের স্পিনাররা মিলে ১৯টি উইকেট নিয়েছেন। এর পরও মুশফিক মনে করেন এর চেয়ে ভালো করার জায়গা ছিল স্পিনারদের, ‘গত টেস্টে আমাদের স্পিনাররা আরও ভালো বল করতে পারতো। হয়তো ১৫ মাস পর খেলেছে, কিন্তু এ রকম উইকেটে প্রথম ইনিংসে আরও একটু ভালো বোলিং করলে ওদের রান একটু কম হতো।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি