X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২২০ রান নিয়েই লড়াইয়ের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২০:০১আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২০:০৩

২২০ রান নিয়েই লড়াইয়ের আশা বাংলাদেশের ২২০ রানের জবাবে প্রথম দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৫০ রান। বাংলাদেশ থেকে এখনও পিছিয়ে তারা ১৭০ রানে। তামিমের আশা ২২০ রান নিয়েই লড়াই করবে পারবে বাংলাদেশ। এর জন্য অবশ্য শনিবার সকালে দ্রুত উইকেট তুলে নিতে হবে বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তামিমের ভাবনটা এমনই, ‘আমরা আরও ১০০ রান এই উইকেট প্রত্যাশা করেছিলাম। হয়নি এটা ভেবে এখন লাভ নেই। ইতিবাচক দিক হচ্ছে, আমরা এরই মধ্যে ওদের ৩টি উ্ইকেট নিতে পেরেছি। এই মুহূর্তে লড়াই সমানে সমান। সকালে যদি আমরা দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি, তাহলে ম্যাচটি আমাদের পক্ষে পুরোপুরি চলে আসবে। এখান থেকে তারা বড় জুটি গড়লে ম্যাচ তাদের পক্ষে চলে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু উইকেটে বল টার্ন করছে, স্পিনাররাও ভালো বল করছে। আশা করছি কাল সকালে (শনিবার) ভালো একটা শুরু করতে পারব। তাদেরকে দ্রুত অলআউট করার চেষ্টা থাকবে।’

শুক্রবার প্রথম দিনেই উইকেট থেকে বেশ টার্ন পেয়েছে স্পিনাররা। খুব স্বাভাবিকভাবেই দিন যত গড়াবে উইকেটে ততই ভাঙন ধরবে। উইকেট প্রসঙ্গে তামিম বলেছেন, ‘উইকেট প্রতিদিনই একটু একটু করে কঠিন হতে থাকবে, আবার নাও হতে পারে। এ কারণেই আমি বারবার বলছি, আমাদের ১০০ রান কম হয়েছে। আমরা যদি ৩০০ কিংবা ৩৫০ রান করে ফেলতাম, তাহলে দ্বিতীয় ইনিংসে এই রান টপকানো কঠিন থাকতো।’

উইকেটের কারণেই তামিম ভরসা পাচ্ছেন ইংল্যান্ডকে ২২০ টপকানোর আগেই আটকে ফেলার, ‘এটাই আশা করতে পারি আমরা, যেভাবে বোলিং শুরু করেছি হয়তো রান বেশি দিয়েছি। কাল (শনিবার) রান কম দিয়ে যদি দ্রুত ২-৩টি উইকেট নেওয়া যায়। তাহলে ম্যাচ আমাদের দিকে চলে আসবে। ২২০ রান নিয়ে আফসোস করার কিছু নেই। এখন এই রান নিয়েই আমাদেরকে লড়াই করতে হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’