X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহ-ম্যাজিকে আবারও নাটকীয় জয় খুলনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:২৭

মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহর জাদু চলছেই। শেষ ওভারে আবারও বল হাতে জাদু দেখালেন এই স্পিনার। তাতে আরও একটি রোমাঞ্চকর জয় পেল খুলনা টাইটানস। এবার শেষ ওভারে চিটাগং ভাইকিংসকে ৪ রানে হারিয়েছে খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছিল ১২৭ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও শেষ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে অনন্য এক জয় এনে দিয়েছিলেন মাহমুদউল্লাহ, আজ শনিবার সে কৃতিত্বের পুনরাবৃত্তি করে দলকে জয়ের ধারায় নিয়ে এলেন খুলনা অধিনায়ক।   

তামিম ইকবালের ৩ রানের বিদায়টা বিপর্যয়ের মুখে ফেলে চিটাগং ভাইকিংসকে। আপাত দৃষ্টিতে ১২৮ রানের লক্ষ্যটি সহজ মনে হলেও ধীরে ধীরে এটি কঠিন হতে থাকে চট্টগ্রামের দলটির জন্য, কারণ এ আঘাতের রেশ না কাটতেই ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন অন্য ওপেনার ডোয়াইন স্মিথও। দুটি উইকেটই নেন কেভন কুপার, যিনি বিভিন্ন স্থানে টি-টোয়েন্টি খেলে বেড়ালেও এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি কোনও পর্যাযের আন্তর্জাতিক ম্যাচ। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভাইকিংস। গত ম্যাচগুলোতে ভালো খেলা শোয়েব মালিককে ৪ রানে লেগ বিফোর করে অসাধারণ এক স্পেলের সূচনা করেন পেসার শফিউল ইসলাম। এনামুল হক বিজয় যখন মোটামুটি সেট হয়ে হাত খুলতে শুরু করেছেন, তখন তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন শফিউল। বিজয় করেন ১৪ রান। এরপর শফিউলের তৃতীয় শিকার হন  ৮ রান করা জাকির হাসান, তিন ওভারে ১৪ রানে ৩ উইকেটের চমৎকার এক স্পেল শেষ করেন শফিউল, ভেঙে দেন ভাইকিংসের মিডল অর্ডার। 

তবে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর মাঝে ভাইকিংস খুঁজে পায় তাদের ত্রাতাকে। জহুরুলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩২ রানের এক জুটিতে ম্যাচে ফিরে আসে ভাইকিংস। জহুরল ইসলাম শফিউলের চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে করেন ১৮ বলে ২৫ রান।  

নবী এগিয়ে এগিয়ে চলছিলেন দৃঢ়ভাবেই, কিন্তু শেষটা ভালো হলো না তার। শেষ ওভারে ভাইকিংসের প্রয়োজন ছিল ৬ রান। আবারও দায়িত্ব নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আবারও দেখালেন জাদু। ভাইকিংসের আশাটা আরও বাড়িয়ে দিয়েছিলেন চতুরঙ্গা ডি সিলভা। ১৪ বলে ১৯ রান করে তিনি  ২০ ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহর প্রথম শিকার হন। চতুর্থ বলে আবদুর রাজ্জাক বিদায় নেন শূন্য রানে। শেষ বলে মিডউইকেটে অলক কাপালির হাতে বল জমা দেন ২৩ বলে ৩৯ রান করা নবী। আবারও শেষ ওভারে ৩ উইকেট নেয়ার অন্যরকম কৃতিত্ব অর্জন করেন মাহমুদউল্লাহ। আর দলকে দেন আরেকটি স্মরণীয় জয়ের স্মৃতি।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও পাওয়া যায়নি: ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও পাওয়া যায়নি: ডিবি
বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা
বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা পক্ষপাতদুষ্ট: আদালত
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা পক্ষপাতদুষ্ট: আদালত
শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক হওয়ার পেছনে ড. ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা ছিল: পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক হওয়ার পেছনে ড. ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা ছিল: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা