X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সোসিয়েদাদ যেন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:৫০

সোসিয়েদাদ খেলোয়াড়দের আটকানোর এই দৃশ্য দেখা গেছে ম্যাচের প্রায় সময়েই লিওনেল মেসি মাঠে আছেন কিনা, জানা গেল ম্যাচ ঘড়ির সপ্তম মিনিটে। ওই সময়ই প্রথমবার বার্সেলোনার এক আক্রমণে বল এগিয়ে দিলেন তিনি সতীর্থের জন্য।

নেইমারের চিত্রটা অবশ্য মেসির মতো নয়। বলে প্রথম ছোঁয়া দিয়েছেন তিনি খেলার শুরুর পর পরই। যদিও চিরচেনা ভঙ্গিতে বল নিয়ে এগিয়ে যেতেই বারবার খেয়েছেন ধাক্কা। আর লুই সুয়ারেস? উরুগুইয়ান স্ট্রাইকারকে মাঠের ডান থেকে বামে, বাম থেকে ডানে দৌড়াতেই দেখা গেছে বেশি। বার্সেলোনার আক্রমণভাগের ত্রিশূলের এই অবস্থাতেই আসলে ফুটে ওঠে গোটা দলের চিত্র। রিয়াল সোসিয়েদাদের মাঠের যে চিত্রে হতাশার এক রাত কেটেছে বার্সা সমর্থকদের।

১-১ গোলে ড্র করা এই বার্সেলোনাকে সবশেষ কবে দেখা গেছে, হয়তো মনে করতে পারছিলেন না সমর্থকরা। হ্যা, খারাপ খেলেছে কিংবা হেরেছে, তবে এমন পারফরম্যান্স গত পাঁচ মৌসুমে চোখে পড়েনি। ভঙ্গুর রক্ষণ, অগোছালো মাঝমাঠ এবং পরিকল্পনাহীন আক্রমণ। মেসি-সুয়ারেস-নেইমারের যোগাযোগটাই তো বন্ধ করে দিয়েছিলেন সোসিয়েদাদ কোচ ইউসেবিও সাকরিস্তান, তার অসাধারণ ছকে। পরিসংখ্যান বলছে, প্রথমার্ধের ৪১ মিনিট পর্যন্ত বার্সেলোনা যেতে পারেনি স্বাগতিকদের ডি বক্সে!

প্রথমার্ধে সোসিয়েদাদ মিস করছে দুটো নিশ্চিত গোলের সুযোগ। সেটা যতটা না বার্সেলোনা খেলোয়াড়দের কারণে, তার চেয়ে বেশি নিজেদের ভুলে। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যস্ত রেখেছে তারা বার্সেলোনার রক্ষণকে। যে চিত্রটা বার্সেলোনার বেলাতেই দেখা যায় বেশি। কাতালান ক্লাবটি বল পজেশন ধরে রেখে মাঝমাঠ কাজে লাগিয়ে জায়গা তৈরি করে আক্রমণভাগে, ওই জায়গা ধরেই কখনও নেইমার, কখনও মেসি কিংবা সুয়ারেস কঠিন পরীক্ষা নেন প্রতিপক্ষের আক্রমণভাগের। ইউসেবিও সেই জায়গা তৈরি সুযোগই দেয়নি বার্সেলোনাকে। বলের দখল তো রেখেছেই, যদিও বা পজেশন হারিয়েছে, সঙ্গে সঙ্গে চাপ তৈরি করে কেড়ে নিয়েছে বল।  

আনোয়েতায় আসলে নিজেদের জালেই আটকেছে কাতালান ক্লাবটি। লুই এনরিকে কোচ হয়ে আসার পর তিকি-তাকার সঙ্গে যোগ করেছেন গতি। রবিবার রাতে দুটোর কোনওটাই হয়নি ঠিকঠাক। মাঝমাঠের ব্যর্থতাই সবচেয়ে বড় কারণ। আন্দ্রেস ইনিয়েস্তার অভাব পূরণ কী আর আন্দ্রে গোমেসকে দিয়ে হয়! পর্তুগিজ এই মিডফিল্ডার বলের জোগান তো দিতে পারেনইনি, উল্টো আবার হারিয়েছেন পজেশন। তবে সোসিয়েদাদ সবচেয়ে দারুণভাবে সামলেছে ‘এমএসএন’কে। ডান প্রান্তে কঠিন পাহারা বসিয়েছিল স্বাগতিকরা, যে কারণে মেসি বল পাচ্ছিলেন খুব কম। বাধ্য হয়ে তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বেশিরভাগ সময় খেলতে হয়েছে মাঝে।

রক্ষণ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে বার্সেলোনা, সামনে প্রতিপক্ষের খেলোয়াড়রা জালের মতো আছে ছড়িয়েছে-এই দৃশ্যটা আপনার চোখে পড়বে কাতালানদের প্রায় সব ম্যাচেই। মালাগার বিপক্ষে আগের ম্যাচেই দেখা গেছে এমনটা। রবিবার রাতের ম্যাচে সেই দৃশ্যটা আবার সামনে এলো, তবে সেটা বার্সেলোনার রক্ষণের সামনে। জেরার্দ পিকে-হাভিয়ের মাসচেরানোদের দেয়ালে বল ফিরে এলেও আবার সোসিয়েদাদ আঘাত করেছে বার্সেলোনার রক্ষণে। কখনও ডান প্রান্ত দিয়ে, কখনও বা প্রান্ত থেকে।

আনোয়েতায় তাই সোসিয়েদাদই যেন হয়ে উঠেছিল বার্সেলোনা!

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!