X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুশফিককে ‘স্যরি’ বলে সেলফি তুলবেন আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৬:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:৫৫

মুশফিককে ‘স্যরি’ বলে সেলফি তুলবেন আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের একটি পোস্ট নিয়ে উত্তাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কুড়ি ওভারের এই টুর্নামেন্টকে এক কথায় ধুয়ে দিয়েছিলেন আসিফ। ‘ফিক্সিংয়ের গন্ধ’ পাচ্ছেন উল্লেখ করেছিলেন পোষ্টটিতে। আর তাতেই চটে যান বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রাহিম। মঙ্গলবার ক্ষুব্ধ এবং বিরক্তি প্রকাশ করে আসিফ আকবরকে ‘পাগল’ই বলে ফেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক!

মুশফিকের এমন জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আসিফ আকবর বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘ম্যাচ হেরেছে, এজন্য হয়তো মুশফিকের মেজাজও বিগড়ে ছিল। তাই ওভাবে বলেছে।’

বুধবার আবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, ‘যদি বেশি ভুল করে থাকি, তাহলে সরাসরি দেখা করে স্যরি বলব। দুই-এক দিনের মধ্যেই মুশফিকের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোষ্ট করব।’

মুশফিককে ‘স্যরি’ বলে সেলফি তুলবেন আসিফ ‘বাংলা ট্রিবিউন’ পাঠকদের জন্য আসিফ আকবরের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো :

আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিল–আমার পাগলটা চলে গেল। আমার পাগলা ফ্যান গ্রুপ, পরিবার, বন্ধু বান্ধব সহ যারা আমাকে চেনেন, তাদের দৃষ্টিতে আমি পাগলই। এ শব্দটাকে আমি ভালবাসি, কারণ আমাকে যারা ভালবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেস্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছে, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি বরং খুশী ।

মুশফিকুর রহিম-আমাদের প্রিয় মুশি দেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার। ক্রিকেট পাগল বাংলাদেশ সব সময় মিঃ ডিপেন্ডেবলের ব্যাটের দিকে তাকিয়ে থাকে। কারও ওপর ভরসা থাকলেই কেবলমাত্র এ ধরনের প্রত্যাশা করা যায়, মুশি ঠিক তাই। বাংলাদেশের ক্রিকেট মুশির কাছ থেকে আরও অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি কোনওভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি। ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্ণভাবে অর্বাচীনের কাজ। আমার পোষ্টে যা লিখেছি তা ছিল আমার ব্যক্তিগত মতামত, পর্যবেক্ষণ।

আমার বাবা-মা মারা গেছেন আরও আগে। মুশির বাবা একজন ক্রিকেট লাভার পরহেজগার মানুষ, সে নিজেও একজন ধার্মিক মানুষ। কিছু কথার কারণে তৃতীয় কেউ আমাদের বাবা-মাকে গালি দিচ্ছে, এটা খুব পীড়াদায়ক, তবে আমার ফ্যানরা ভদ্রভাবেই ব্যাপারটা ডিল করেছে। মুশির প্রতি আমার কোনও রাগ নেই, আমি তাকে অনেক ভালবাসি। দুয়েকদিনের মধ্যে আমি মুশির সাথে সেলফি তুলব ইনশাল্লাহ। যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি স্যরি বলব। সবাইকে বলতে চাই–এই বিষয়টা নিয়ে অনুগ্রহ করে ঠাণ্ডা থাকুন। মুশফিক আমাদের জাতীয় সম্পদ, সাধারণ নাগরিক হিসেবে তাকে আমরা সবাই ভালবাসি। জয় হোক ক্যাপ্টেনের, জয় হোক ক্রিকেটের............ ভালবাসা অবিরাম .........

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া