X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছিটকে গেল আর্সেনাল, সেমিতে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১১:১৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১২:০৯

মার্শাল ও ইব্রার জোড়া গোলে ম্যানইউর জয় নিশ্চিত হয় এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে হারিয়ে ২৯ বছরে প্রথমবার ইংলিশ ফুটবল লিগ কাপের (ইএফএল) সেমিফাইনালে উঠল সাউদাম্পটন। গত রোববার বোর্নমাউথের বিপক্ষে জেতা আর্সেনালকে এদিন দেখা যায়নি। কেনই বা দেখা যাবে! পুরো দলকে বদলে ফেলেছিলেন আর্সেন ওয়েঙ্গার। ওই ম্যাচ খেলা দলটির ১০টি পরিবর্তন আনেন কোচ। যার মাশুল গানাররা ঠিকই গুনেছে। ২-০ গোলে হেরেছে। ক্লাবের হয়ে জর্ডি ক্লাসির প্রথম গোলের পর ক্লাউদি পুয়েলের দলকে বিরতির আগে এগিয়ে রাখে রায়ান বারট্রান্ডের গোল। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে পারেনি স্বাগতিকরা। মাত্র একটি জয় দিয়েই নভেম্বর শেষ করতে হলো আর্সেনালকে।

এদিকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-১ গোলের স্বাচ্ছন্দ্যের জয় পেয়েছে ম্যানইউ। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় তারা। এরপর বদলে যাওয়া ম্যানইউ। কোচ হোসে মরিনহো নিষেধাজ্ঞার কারণে টাচলাইনে না থাকলেও বিরতিতে দলকে অনুপ্রাণিত করেছেন। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ওই সময়টা ব্যবহার করেছিলেন পর্তুগিজ কোচ। যার ফল মিলল হাতেনাতে। অ্যান্থনি মার্শাল ৪৮ ও ৬২ মিনিটে গোল করে দলকে ৩-১ এ এগিয়ে দেন। ইনজুরি সময়ে জ্লাতান ইব্রাহিমোভিচ তার দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের ২ মিনিটে তার করা গোলটি বাতিল করে দেন ওয়েস্ট হ্যামের অ্যাশলে ফ্লেচার। ইএফএল কাপের সেমিফাইনালের টিকিট পাওয়ার ম্যাচে ভক্তদের একটাই হতাশা- গোল পাননি ওয়েন রুনি। আর মাত্র একটি গোল করলেই তো ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা স্যার ববি চার্লটনকে ছোঁবেন তিনি। কিন্তু এজন্য অপেক্ষা আরও বেড়ে গেছে। এভারটনের বিপক্ষে আগামী ম্যাচে থাকতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে।

লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পেলেন উডবার্ন ম্যানইউ ও সাউদাম্পটনের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে লিভারপুল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন বেন উডবার্ন। অ্যাকাডেমি থেকে উঠে আসা ১৭ বছর ৪৫ দিনের এই তরুণ ৯৮ দিনের ব্যবধানে মাইকেল ওয়েনের রেকর্ড ভেঙে এনফিল্ডের ইতিহাস বইয়ে ঢুকলেন ৮১ মিনিটের গোলে। তার ৫ মিনিটে আগে দিভোক ওরিগি গোলমুখ খোলেন।

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে হালসিটি ও নিউ ক্যাসল ইউনাইটেডের ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি। ইনজুরি সময়ের ৮ মিনিটে মোহামেদ দিয়ামি নিউ ক্যাসলকে এগিয়ে দেন। কিন্তু তাদের হতাশ হতে হয় পরের মিনিটে। ৯৯ মিনিটে রবার্ট সন্দগ্রাস সমতা ফেরান। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে পেনাল্টিতে ম্যাচের মীমাংসা হয়, যেখানে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে হাল সিটি।

সেমিফাইনাল সূচি

প্রথম লেগ: ম্যানইউ-হাল সিটি, সাউদাম্পটন-লিভারপুল; ১০ জানুয়ারি

দ্বিতীয় লেগ: হাল সিটি-ম্যানইউ, লিভারপুল-সাউদাম্পটন; ২৪ জানুয়ারি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া