X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাপেকোয়েনসের আশা জাগাচ্ছে মিউনিখ ট্র্যাজেডি

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩

রাস্তায় রাস্তায় শোক মিছিল কলম্বিয়ার বিমান বিধ্বস্তের পর সর্বস্ব হারিয়েছে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসে। আকস্মিক দুর্ঘটনায় তাদের সাজানো গোছানো ক্লাব এখন নিঃস্ব। মাত্র ছয়জন খেলোয়াড়, কয়েকজন স্টাফ ও একরাশ হতাশাই কেবল সম্বল তাদের। তাই বলে থেমে থাকতে চায় না তারা। আবারও খেলতে সব চেষ্টা করে যাবে ক্লাবটি। কারণ তারা জানে, বিমান দুর্ঘটনায় চিরবিদায় নেওয়া ১৯ সতীর্থরা তাদের কাছে কী চায়।

ক্লাব পরিচালক ও স্থানীয় ব্যবসায়ী সিসিলিও হ্যান্স বলেন, ‘যারা মারা গেছে তাদের স্মৃতি ধরে রাখতে ও তাদের পরিবারকে সম্মান জানাতে আমরা এই দলকে ধ্বংসস্তুপ থেকে নতুনভাবে তৈরি করব, এমনকি আরও শক্তিশালী দল হবে।’

শাপেকোয়েন্সকে আশার আলো দেখাচ্ছে ১৯৫৮ সালে ঘটে যাওয়া মিউনিখ ট্র্যাজেডি। ৫০’র দশকের শেষদিকে মিউনিখের আকাশে বিমান বিধ্বস্ত হলে মারা যান ম্যানচেস্টার ইউনাইটেডের ৮ খেলোয়াড়। ইউনাইটেডের একটি প্রতিভাবান প্রজন্মের ইতি হয়েছিল তখন। টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের সমাধিও হয়েছিল ওই দুর্ঘটনায়। এরপর কিন্তু থেমে থাকেনি রেড ডেভিলরা। ওই ট্র্যাজেডির ৭ বছর পর শিরোপা জিতে তারাও ঘুরে দাঁড়িয়েছিল। ইউরোপীয় ফুটবলের শীর্ষে ফেরার পথে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ।

দুর্ঘটনার ক্ষয়ক্ষতি থেকে ম্যানইউকে পুনরুদ্ধারে খেলোয়াড় ও স্টাফদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দেয় তখনকার ইউরোপীয় চ্যাম্পিয়নরা। বিশেষ পতাকা বেচে এবং ইংল্যান্ড ও স্পেনে কয়েক দফা প্রীতি ম্যাচ খেলে অর্থ যোগাড় করেছিল তারা। এমনকি ওই মৌসুমের শেষ তিন মাস রিয়াল ইউনাইটেডের কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলফ্রেদো দি স্তেফানো ও হাঙ্গেরিয়ান স্ট্রাইকার ফেরেঙ্ক পুস্কাসকে ধার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। যদিও দুই সাবেক গ্রেট ম্যানচেস্টারে যেতে রাজি হলেও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বাধায় ভেস্তে যায় ওই প্রস্তাব। ‘টেল অব টু সিটিজ: ম্যানচেস্টার এন্ড মাদ্রিদ ১৯৫৭-৬৮’ বইয়ের লেখক জন লুডেন লিখেছেন এসব কথা। রিয়াল প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যু ও ম্যানইউর কোচ ম্যাট বাসবির মধ্যে দারুণ এক সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে রিয়াল ফিনিক্স পাখির মতো আবার পুনর্জন্ম নেয়।

বিষণ্নতা আচ্ছন্ন করে রেখেছে শাপেকোয়েনসে ভক্তদের কিন্তু শাপেকোয়েনসে ম্যানইউর মতো বড় কোনও দল না হলেও তাদের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বড় বড় দলগুলো। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ছোট দলকে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সমবেদনা তাদের স্টেডিয়াম, ওয়েবসাইট ও ব্যাজ সবুজ রংয়ের করেছে। কুরিয়ার দেল্লো স্পোর্ত জানায়, ১৯৪৯ সালে এমন এক দুর্ঘটনায় সব খেলোয়াড়কে হারানো ইতালিয়ান ক্লাব তুরিনো অর্থতহবিল সংগ্রহে তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে। কয়েকটি ক্লাব খেলোয়াড় ধার দেওয়ার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে শাপেকোয়েনসের উঠে দাঁড়ানোর সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠছে। তাদের মতো ছোট ক্লাবের জন্য এখন সহযোগিতা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।

শাপেকোয়েনসের পুনর্গঠন শুরু হচ্ছে ১১ ডিসেম্বর থেকে, ওইদিন শীর্ষ ব্রাজিলিয়ান লিগের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অ্যাতলেতিকো মিনেইরোর। নিহত খেলোয়াড়দের আত্মার শান্তির জন্যই ম্যাচটি খেলার দরকার মনে করেন ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইভান তোজ্জো। জুনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে মাঠে নামানোর আশ্বাস দিলেন তিনি।

ওই ম্যাচের পর শাপেকোর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বন্ধ হওয়া ফাইনালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো ন্যাসিওনালের প্রস্তাব অনুযায়ী কোপা সুদামেরিকানার শিরোপা দলটির হাতে উঠলে আগামী বছরের কোপা লিবার্তাদোরেস খেলার যোগ্যতা লাভ করবে তারা। ফেব্রুয়ারিতে হতে যাওয়া দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল গোছাতে এখন থেকেই মাঠে নামতে হবে তাদের। জানা গেছে, আগামী তিন বছরের জন্য শাপেকোয়েনসেকে শীর্ষ বিভাগে রাখতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) প্রস্তাব দিয়েছে তাদের ঘরোয়া প্রতিপক্ষরা। সহানুভূতি-সমবেদনা-সহযোগিতার জন্য বাড়ানো হাতই এখন শাপেকোয়েনসের শেষ আশ্রয়।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!