X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসি-নেইমার নেই, বর্ষসেরা গোলের দৌড়ে এক মেয়ে!

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ২০:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:৫৭

পুসকার অ্যাওয়ার্ডের সেরা তিনে মারলন, দানুস্কা ও সাবরি লিওনেল মেসি ও নেইমারের কারিকুরিতে মুগ্ধ করার মতো হলেও ফিফার বর্ষসেরা গোলের দৌড়ে তারা ছিটকে পড়লেন। পুসকাস অ্যাওয়ার্ডের লড়াইয়ে ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় এই আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ছিলেন নক্ষত্র। কিন্তু সেরা তিন নির্বাচিত হতেই দুই নক্ষত্রের পতন হলো। ভক্তদের ভোটে এবারের বর্ষসেরা গোলের দৌড়ে শেষ লড়াইয়ে টিকে থাকলেন মারলন, দানুস্কা রোদ্রিগেজ ও মোহাম্মদ ফাইয়াজ সাবরি। পুসকাসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেরা তিনে মেয়েদের প্রতিনিধিত্ব করবেন দানুস্কা।

শেষ তিনে ব্রাজিলের প্রতিনিধিত্ব করবে মারলনের অ্যাক্রোবেটিক গোল। ২০১৪ সালে স্টিফেন রচির পর এই ছোট্ট তালিকায় মেয়ে হিসেবে থাকবেন ভেনিজুয়েলার দানুস্কা। ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন সাবরি, ‘নাকলবল’ ফ্রিকিকে চোখ ধাঁধানো এক গোল করে প্রথমবার সেরা তিনে জায়গা পেলেন কোনও মালয়েশিয়ান।

করিন্থিয়ানসের মিডফিল্ডার মারলন তার ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করেন চিলিয়ান দল কোবরেসালের বিপক্ষে। কোপা লিবার্তাদোরেসের লড়াইয়ে পেছনের দিকে আসা এক ক্রস বুকে ঠেকিয়ে বাতাসে ভাসান তিনি, এরপর অ্যাক্রোবেটিক ভলিতে কোবরেসাল গোলরক্ষক সেবাস্তিয়ান কুয়েরদোকে পরাস্ত করেন।

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সুদামেরিকানো চ্যাম্পিয়নশিপে কলম্বিয়ার বিপক্ষে অসাধারণ ড্রিবল করে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানান দানুস্কা। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার প্রায় মিনিটখানেক তার পায়ের চমৎকার কাজ দেখিয়ে সোফিয়া মনতোয়া ও ম্যানুয়েলা ভেনেগাসকে পেছনে ফেলেন এবং জোরালো শটে কলম্বিয়ার জালে বল পাঠান।

মালয়েশিয়ার প্রথম কোনও খেলোয়াড় হিসেবে সেরা দশে মনোনীত হওয়া সাবরি শীর্ষ তিনে জায়গা ধরে রাখার মতোই গোল করেছেন। ফ্রিকিক থেকে পেনাংয়ের এই আক্রমণাত্মক মিডফিল্ডারের ডান পায়ের শট বাঁ থেকে বাঁক খেয়ে ডানদিকের পোস্ট বরাবর জালে জড়ায়। পাহাং গোলরক্ষক মোহাম্মদ নাসরিল নওরদিন তো বটেই, প্রতিপক্ষের সব খেলোয়াড়ের চোখ কপালে উঠেছিল ওই গোল দেখে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি