X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পঞ্চম আসরে চোখ মুশফিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৩

মুশফিকুর রহিম রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ করল বরিশাল বুলস। সবমিলিয়ে মাত্র চার ম্যাচ জিততে পেরেছে তারা। ১২ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৮। আর তাতেই ছিটকে যেতে হলো মুশফিকুর রহিমের দলকে।

এবারের ভুলত্রুটি শুধরে আগামীবার বিপিএলের পঞ্চম আসরে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মুশফিক। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হলেও শেষে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলি। আশা করি পরের আসরে ভালোভাবে ফিরতে পারব।’

টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিক বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচটি হারার পর ঘুরে দাঁড়িয়েছিলাম। এরপর টানা তিনটি ম্যাচ জিতেছিলাম। কিন্তু এরপর আমরা সেই ধারা ধরে রাখতে পারিনি। আমাদের মূল খেলোয়াড় মালান ইনজুরিতে পড়ল। পাশাপাশি আমাদের টপ অর্ডাররাও ভালো করতে পারেনি। সব মিলিয়ে আমরা পারফরম্যান্স ভালো করতে পারিনি।’

প্রসঙ্গত বিপিএলের প্রথম দুই আসরে মুশফিক সেমিফাইনাল খেলেছিলেন। কিন্তু শেষ দুই আসরে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। গত বছর সিলেট সুপারস্টার্সের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মুশফিক। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই টুর্নামেন্ট শেষ করেছিলেন।

প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলে মুশফিক সেরা চারে খেলেছিলেন। সেবার বরিশাল বার্নার্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে হেরে শেষ হয়েছিল তার মিশন। দ্বিতীয় আসরে দল পাল্টে সিলেট রয়্যালসে যোগ দেন মুশফিক। সেবারও চিটাগং কিংসের বিপক্ষে হেরে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল