X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিরতি কাজে লাগাতে চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ০১:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০১:৫৩

ব্যাটিংয়ে তামিম

চারে শেষ করলে চিটাগংকে এলিমিনেটর খেলতে হবে পয়েন্ট টেবিলের তৃতীয় দলের বিপক্ষে, যেই ম্যাচ হবে ৬ ডিসেম্বর। তার আগে চিটাগং বিরতি পাচ্ছে তিনদিন। 

রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ হেরে সেরা চার নিশ্চিত হলেও শীর্ষ স্থান থেকে পিছিয়ে পড়েছে চিটাগং ভাইকিংস। এদিকে রবিবার খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স জিতে গেলে কপাল পুড়বে রাজশাহী কিংসের। তখন চিটাগং ভাইকিংস চতুর্থ স্থানে থেকে সেরা চারে খেলবে।

চিটাগংকে এলিমিনেটর খেলতে হবে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। তার আগে চিটাগং বিরতি পাচ্ছে তিনদিন। এই সময়টাই কাজে লাগাতে চান তামিম ইকবাল, ‘আমাদের হাতে কিছুদিন সময় আছে। সবার সঙ্গে আলোচনা করে যার যার দায়িত্ব সম্পর্কে আবার অবগত করব। যদিও এই পর্যায়ে এসে নতুন করে এটা আলোচনা করাটা সমুচিত মনে হচ্ছে না। এটা সত্য দুটি ম্যাচ আমাদের খারাপ কেটেছে। কিন্তু তার আগে পাঁচটা ম্যাচ আমরা ভালো খেলেছি। মাঝে মাঝে হয়তো সতর্কবার্তার প্রয়োজন হয়। এটা হয়তো সেটাই।’

তামিম আক্ষেপ করে বলেছেন, ‘এই অবস্থায় আসার পেছনে আমাদের নিজেদের দোষটাই বেশি। দুইটা ম্যাচ আগে আমরা ভালো অবস্থায় ছিলাম। সহজেই আমরা দ্বিতীয় অবস্থানে থাকতে পারতাম। শেষ দুটি ম্যাচে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা খুব ভালো কিছু নয়। আমি সব সময়ই বলি আমরা ম্যাচ হারতে পারি তবে এভাবে নয়।’

আফিফকে সাধারণ বোলার বললেন তামিম। তার মতে আফিফের বোলিংয়ের চেয়ে ব্যাটসম্যানদের ভুলটাই ছিল বেশি, ‘এদিন এমন কোনও বল হয়নি আমাদের ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাবে। যে (আফিফ) ছেলেটা ৫টা উইকেট পেয়েছে; অবশ্যই ভালো বোলিং করেছে। কিন্তু ওর আউটগুলো যদি দেখেন এমন কোনও বল ছিল না যাতে করে ব্যাটসম্যানদের আউট হয়ে যেতে হবে।  এটা অবশ্যই আমাদের ভুল।’

তিনি আরও যোগ করেন, ‘এই পর্যায়ে এসে আমরা যত কম ভুল করব, ততো আমাদের জন্য ভালো।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা