X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শোকার্ত শাপেকোতে বীরবরণে কাঁদল আকাশ

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৭

স্টেডিয়ামে আনা হলো খেলোয়াড় ও স্টাফদের কফিন কোপা সুদামেরিকানা ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবকে বহনকারী বিমান দুর্ঘটনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানানো হলো দেশের মাটিতে।

বিমানবাহিনীর দুইটি বিশেষ বিমান শাপেকোয়েনসের ৫০ জন খেলোয়াড় ও স্টাফদের নিয়ে শাপেকোর রানওয়ে ছুঁল শনিবার সকালে। হাজার হাজার মানুষ তাদের জন্য অপেক্ষা করছিল। বীরদের বরণে শাপেকোয়েনসের এরেনা কোন্দা স্টেডিয়ামের আতশবাজির ঝলকানি উঠল মুহূর্তেই। কিন্তু বিমানের দরজা খোলার পর শাপেকোর ফুটবল বীরদের হাস্যোজ্জ্বল মুখে নেমে আসতে দেখলেন না কেউ। শাপেকোর মানুষের মুখেও নেই হাসি। গত সোমবার থেকে তাদের চোখেমুখে সর্বস্ব হারানোর ছাপ। সবসময় যেই খেলোয়াড় ও স্টাফরা প্রাণখোলা হাসিতে সমর্থকদের মাতিয়ে রাখতেন, তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এমনকি শাপেকোর আকাশ অঝোরে কাঁদল সকাল থেকে।

শেষ শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে ভক্তরা প্রিয় খেলোয়াড়দের ছবি হাতে ভক্তরা ব্রাজিলিয়ান বিমানবাহিনীর একটি হারকিউলিস-১৩০ বিমান স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় দেশের মাটি ছুঁল, কয়েক মিনিট পর নামল দ্বিতীয়টি। একে একে নামানো হলো কফিনগুলো, যার গন্তব্য এরেনা কোন্দা স্টেডিয়াম। যেখানে হাজার হাজার ভক্ত-সমর্থকরা তাদের বীরদের শেষবার শ্রদ্ধা জানাতে হাজির। মুষলধারে বৃষ্টিও তাদের ঘরে আটকে রাখতে পারেনি। স্টেডিয়ামে উপস্থিত ৩৪ বছর বয়সী স্থপতি আলেক্সান্দ্রে ব্লেদিন বলছেন, ‘আমাদের দলকে শেষ শ্রদ্ধা জানাতে আমি এসেছি। আমি সবসময় শাপেকোয়েনসের ভক্ত ছিলাম, কিন্তু এই দলকে আরও বেশি ভালোবেসেছি গত কয়েক বছর ধরে যখন তাদের উত্থান হচ্ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এই দুর্ঘটনার কথা।’

বিশ্বাস না হলেও যখন স্টেডিয়ামে একেকটি করে কফিন ঢুকছিল তখন কান্নায় ভেঙে পড়েছিল পুরো স্টেডিয়াম। কিন্তু তাদের চোখের পানি ধুয়ে দিয়েছে সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি। হয়তো স্বর্গ থেকে শাপেকোর বীররা দেখতে চায়নি তাদের অগণিত ভক্তদের কান্না। কিন্তু ভেতরে ভেতরে দুমড়ে-মুচড়ে যাওয়া হৃদয়ের চাপা কষ্ট ঠিকই উগড়ে দিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত ভক্ত-সমর্থকরা। কেউ কেউ তাদের প্রিয় খেলোয়াড়দের ছবি নিয়ে হাজির হয়েছেন, কারও প্ল্যাকার্ডে বিশাল করে লিখা ‘শান্তিতে ঘুমাও তোমরা।’


শোকার্ত ভক্ত-সমর্থকদের সঙ্গে স্টেডিয়ামে ছিলেন কনমেবল প্রধান আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েজ, ব্রাজিল কোচ তিতে, দেশের প্রেসিডেন্ট মিচেল তেমের ও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। শাপেকোর বীরদের শেষ শ্রদ্ধা জানাতেই এসেছিলেন তারা। নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন শীর্ষ এই ফুটবল কর্মকর্তারা। ইনফান্তিনো বলেছেন, ‘পরিবার ও বন্ধুদের সঙ্গে সংহতি জানাতে আমরা এখানে এসেছি। ফিফা আপনাদের পাশে আছে, শুধু আজ নয় সবসময়।’ দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন প্রধান ডোমিঙ্গুয়েজ বলেছেন, ‘এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই আমরা। খেলোয়াড়, ক্লাব, সাংবাদিক ও ভক্তরা যারা ‍ফুটবলকে সবার সামনে এনেছে তাদের জন্যই কনমেবল একটি সংস্থা হিসেবে দাঁড়িয়ে আছে। শাপেকোর সঙ্গে আছে কনমেবল।’ শেষ শ্রদ্ধায় ছিলেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা

পাশে দাঁড়ানোয় সবশেষে সুদামেরিকানা ফাইনালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো ন্যাসিওনালকে ধন্যবাদ জানান শাপেকোয়েনসের কর্মকর্তারা। এছাড়া ২০১৫ সালের চ্যাম্পিয়ন সান্তা ফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা, কলম্বিয়ান দলটি গতবারের শিরোপার একটি রেপ্লিকা উপহার দিয়েছে শাপেকোর ফুটবল ক্লাবকে।

শুধু ব্রাজিলেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সেটা নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ক্লাসিকো ম্যাচে শাপেকোয়েনসের জার্সি নিয়ে এসে তাদের স্মরণ করেন নেইমার। ম্যাচ শুরুর আগে দুই দল এক মিনিট নীরবতা পালন করে। এছাড়া চেলসির ডিয়েগো কোস্তা, দাভিদ লুইস ও উইলিয়ান ‘ফোর্সা শাপে’ লিখা আর্মব্র্যান্ড পরেন হাতে। আটলান্টার বিপক্ষে জুভেন্টাসের ম্যাচে গোল করার পর একই বার্তা লিখা শার্ট সবার সামনে উন্মোচন করেন অ্যালেক্স সান্দ্রো।

/এফএইচএম/

 

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!