X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির বাজি ঢাকা ডায়নামাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪

মাশরাফির বাজি ঢাকা ডায়নামাইটস বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন কে? এমন প্রশ্নে প্রায় সবার উত্তরই হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। কেননা কাগজে-কলমে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল তারাই। শুধু তাই নয়, কাগজের বাইরে মাঠের পারফরম্যান্সেও এগিয়ে তারা। রবিবার লিগ পর্বের শেষ ম্যাচের আগে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান তাদের। খুব স্বাভাবিকভাবেই মাশরাফি বাজি রাখলেন এই দলেই! যদিও চিটাগংকেও সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন। মাশরাফির কথায় স্পষ্ট ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস চতুর্থ আসরের ফাইনাল খেলছে!

রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘পরিষ্কারভাবেই ঢাকা অনেকটা এগিয়ে। ভারসাম্যপূর্ণ দলের কথা চিন্তা করে ওরা এগিয়ে থাকবে। বোলিংয়ে ওদের অনেক অপশন রয়েছে। সঙ্গে ব্যাটিংয়েও এগিয়ে, আট-নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাটসম্যান আছে। তবে মাঝপথে থেকে চিটাগং কিছুটা ভালো করছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এই দুটি দলের সম্ভাবনা বেশি।’

যদিও শেষ দিকে এসে নিজের বক্তব্যে অন্যদলগুলোকে ছোট করলেন না মাশরাফি, ‘তারপরও এখন যারা উঠবে বলা যায় না। এ ধরনের টুর্নামেন্টে যাদের কেউ গণ্য করে না তারাই চ্যাম্পিয়ন হয়! তবে এখন পর্যন্ত ঢাকা সবচেয়ে বেশি ভালো খেলছে। বেছে নেওয়া কঠিন। হয়ত যারা চার নম্বরে দল হিসেবে সেরা চারে উঠবে তারাই কাপ নেবে।’

শেষ দিকে মাশরাফি ইঙ্গিতটা হয়তো রংপুর কিংবা খুলনার দিকেই দিলেন। শেষ দল হিসেবে সেরা চারে যাওয়ার দৌড়ে আছে এই দুই দলই। ঢাকার বিপক্ষে খুলনা চলমান ম্যাচটি জিতে গেলে শেষ দল হিসেবে তারা কোয়ালিফাই করবে। অন্যদিকে খুলনা হেরে গেলে রংপুর শেষ দল হিসেবে সেরা চারে যাবে।

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা