X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উইকেটে রান করা কঠিন: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০৪

(ফাইল ছবি) বাংলাদেশের উইকেটে রান করা কঠিন বলে মনে করেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মূলত সৌম্যর ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন তিনি।

২০১৪ সালে মাশরাফি শেষ দফা অধিনায়ক হওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত বিদেশের মাটিতে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি। তাইতো ঘরের মাঠে টানা ভালো পারফরম্যান্স করা বাংলাদেশের জন্য ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে ওখানকার বাউন্সি উইকেটে খেলাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। এর মধ্যে বিস্ফোরক ব্যাটিং করা সৌম্য সরকার নেই ফর্মে। গত ওয়ানডে বিশ্বকাপে সৌম্য দারুণ পারফরম্যান্স করেছিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কন্ডিশনে। অন্য সবার মতো মাশরাফিরও আশা ওই কন্ডিশনেই ফর্মে ফিরবেন সৌম্য!

সৌম্যর ব্যাপারে বলতে গিয়েই মাশরাফি বলেছেন, ‘হয়তো বড় রান করতে পারেনি সৌম্য। আজও শুরু ভালো করেছিল। অনেকক্ষণ উইকেটে ছিল। আমার কাছে মনে হচ্ছিল বল ভালো করে বুঝতে পারছিল সে। আমার কাছে মনে হয়, এখন উইকেটগুলো আর ওইরকম নেই।  বরং বাংলাদেশের উইকেটে রান করা আরও কঠিন এখন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কথা শুনলেই আমরা ভাবি যে সিমিং কন্ডিশন।’

তিনি আরও যোগ করেন, ‘আসলে উইকেটে ওই রকম কিছুই থাকে না। বরং ওখানকার উইকেটে ৩৫০-৪০০ রান করে খেলা হয়। শটস খেলতে ব্যাটসম্যানদের সুবিধা আরও অনেক বেশি। হয়তো পাঁচ-সাত ওভার দুই পাশে দুটি নতুন বল থাকে। বিশেষ করে ওয়ানডেতে। টেস্টে হয়তো আলাদা হবে। আমার কাছে মনে হয় ওখানে (সিমিং কন্ডিশন) রান করা ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক হবে। তবে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

বিপিএলে জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করেছে। এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগবে বলে মনে করেন মাশরাফি, ‘নিউজিল্যান্ডে প্রথমত কন্ডিশন ভিন্ন, উইকেট ভিন্ন। যারা রান করেছে তারা আত্মবিশ্বাসী থাকতে পারে। বোলিংয়ে এখানে যেমন করেছে ওখানে আরও কঠিন হবে। বোলারদের আরও কাজ করতে হবে। তারপরও যারা উইকেট পেয়েছে, যারা রান পেয়েছে তারা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে। সিরিজে কিছুটা হলেও এটা সাহায্য করবে।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…