X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২৪



রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন খুলনার বিপক্ষে ম্যাচ হেরে ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন। দলের গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ান দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে এদিন মাঠে নামায়নি ঢাকার টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, প্রথম ম্যাচেই ৭৫ রানের ইনিংস খেলা এভিন লুইসও ছিলেন না ঢাকার একাদশে।

এই তিন ক্রিকেটারকে না খেলানো নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘ব্রাভো, রাসেল আমাদের দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার। আমি চাচ্ছিলাম ওদেরকে চিটাগংয়ের বিপক্ষে খেলাতে। এ ম্যাচ জিতলে আমরা চিটাগংয়ের বিপক্ষেই খেলতাম। আর এভিন লুইসের দুর্ভাগ্য। সে হোটেলে থাকা অবস্থায় একটা ইনজুরিতে পরেছে। ওকে চাচ্ছিলাম আমরা রাতের একটা ম্যাচ খেলাতে। কিন্তু ওকে শেষ পর্যন্ত পাইনি আমরা।’

ঢাকার হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ব্রাভো। ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চতুর্থ সেরা উইকেট সংগ্রাহক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ব্যাট হাতে অবশ্য ৬৮ রানের বেশি করতে পারেননি তিনি। টানা খেলার ঝক্কি কমাতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান সুজন, ‘ব্রাভো প্রতিটি ম্যাচেই আমাদের জন্য খেলেছে। ওর একটা বিরতি প্রয়োজন ছিল। যেহেতু আমরা ভালো অবস্থায় ছিলাম। সেক্ষেত্রে বিশ্রাম দিলে, পরবর্তীতে আমাদের জন্যেই ভালো হবে। নক আউট পর্বটাই মূল খেলা আমাদের জন্য। এখানে ১২ ম্যাচ খেলে, মূল জায়গাতে ভালো খেলতে না পারলে কোনও লাভ হবে না।’

এদিকে আন্দ্রে রাসেলকে না খেলানোর যুক্তি হিসেবে এই কোচ আরও বলেন, ‘বড় ম্যাচে সেরা একাদশ নিয়েই নামতে চাইবো আমরা। সবাইকে ফ্রেশ পাওয়া না গেলে সমস্যায় পড়তে হবে আমাদের। রাসেল শেষ ম্যাচেও খোঁড়াচ্ছিল, হাঁটুতে ব্যথা নিয়ে ব্যাটিং করেছে। তাই তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে।’

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি