X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে জিদান

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১

বেনহ্যাকার ও জিদান আগামী দুই ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও দেপোর্তিভো লা করুনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই প্রায় তিন দশক আগের ইতিহাস নতুন করে লিখবেন ফরাসি কোচ।

১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচ অজেয় থাকা লিও বেনহ্যাকারের রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার অপেক্ষায় জিনেদিন জিদান। ন্যু ক্যাম্পে শনিবারের ড্রয়ে এবং ভিসেন্তে ক্যালদেরনে আগের সপ্তাহের জয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত তার রিয়াল। এবার বরুশিয়া ডর্টমুন্ড ও দেপোর্তিভো লা করুনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই প্রায় ৩০ বছর আগের ইতিহাস নতুন করে লিখবেন জিদান। মজার ব্যাপার হলো- বেনহ্যাকারের সঙ্গে জিদানের দলের কিছুটা মিল দেখা যাচ্ছে।

বেনহ্যাকারের দলের রেকর্ডটি হয়েছিল ১৯৮৮ সালের ২ অক্টোবর থেকে ১৯৮৯ সালের ৯ এপ্রিলের মধ্যে, সর্বমোট ১৮৯ দিন। আর জিদানের শিষ্যদের এই পথচলা শুরু হয় এই বছরের ৯ এপ্রিল থেকে। উলফসবার্গের বিপক্ষে ২-০ গোলে অ্যাওয়ে ম্যাচ হারার কয়েকদিন পর অ্যাইবারের বিপক্ষে ৪-০ গোলের জয়ে এই যাত্রা শুরু। ২৩৯ দিন ধরে তারা অপরাজিত। উল্লেখ করতে হয় যে এই পথচলা শুরু হয়েছিল গত মৌসুম থেকে।

সময়ের হিসাবে মিলটা কাছাকাছি থাকলেও পুরোপুরি মিলে গেছে একটি বিষয়ে। এই অজেয় থাকার পথে দুই দলের জয়ই সমান। বেনহ্যাকারের দল জিতেছিল ২৫ ম্যাচ এবং ড্র ছিল ৯টি। অন্যদিকে ৩৩ ম্যাচ অজেয় থাকতে সমান ২৫ জয় ও ৮টি ড্র করেছে জিদানের দল, আর একটি ড্র হলে তো বেনহ্যাকারের সঙ্গে তার ড্রয়েল হিসাবও মিলে যাবে।

বেনহ্যাকারের ওই মৌসুম অনুপ্রেরণা হতে পারে জিদানের জন্য। কারণ ডাচ কোচের অধীনে ওইবার রিয়াল জিতেছিল লা লিগা শিরোপা। ওই বছরের কোপা ডেল রেও যায় মাদ্রিদ ক্লাবের হাতে। আর জিদানের দল এই অজেয় থাকার পথে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ। বেনহ্যাকারের রেকর্ডে চোখ রেখে নিশ্চয় লা লিগার স্বপ্নও দেখছেন ফরাসি কোচ।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়