X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শহীদের বদলে ডাক পেলেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৫:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৫:৪১

শহীদের বদলে ডাক পেলেন রুবেল বিপিএলে গত ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। যেই চোট নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে দেয় শহীদকে। এই অবস্থায় বিকল্প হিসেবে পেসার রুবেল হোসনকে বদলি হিসেবে নিয়েছেন নির্বাচকরা।  সোমবার এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

নিউজিল্যান্ডের বিপক্ষে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন পেসার রুবেল। যদিও শহীদের চোটের পর থেকে রুবেল হোসেনের নামই ঘুরে ফিরে আসছিল।কারণ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আর তার পারফরম্যান্সে রংপুর রাইডার্স চলতি আসরে পঞ্চম স্থান অর্জন করেছে।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরম্যান্স খারাপ থাকায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে বাদ পড়েন রুবেল। তাই এক সিরিজ পর বিপিএলে ভালো পারফরম্যান্স করে ফের ফিরতে পেরে দারুণ খুশি রুবেল। ২২ জনের স্কোয়াডে সুযোগ পেয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘পারফরম্যান্স ভালো ছিল না তাই বাদ পড়েছিলাম। বিপিএলে খেলে আবার সুযোগ পেয়েছি। ওই কন্ডিশন সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আশা করি ভালো কিছুই করতে পারব।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। খেলাগুলো অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

ডিসেম্বরের ২৬ তারিখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩১ তারিখ নেলসনে অনুষ্ঠিত হবে। তিন টি-টোয়েন্টির প্রথমটি জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে গড়াবে। ৬ ও ৮ তারিখে মাউন্ট মাউনগানুইতে হবে আরও দুটি ম্যাচ। দুটি টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। এটি শুরু হবে ১২ জানুয়ারি। শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে, ২০ জানুয়ারিতে।

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’