X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুরু হলো ওয়ালটন প্রিমিয়ার দাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৫

 শুরু হলো ওয়ালটন প্রিমিয়ার দাবা গতবারের চ্যাম্পিয়ন ও নতুন পাওয়ার হাউজ সাইফ স্পোর্টিং ক্লাবের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে সোমবার শুরু হয়েছে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ।

প্রথম পদার্পণেই সাড়া জাগানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সাইফ স্পোর্টিং ক্লাব। গতবার প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ মীর চেস ক্লাবের সত্ত্ব কিনে একে সাইফ স্পোর্টিং ক্লাব নামকরণ করা হয়েছে। তরফদার মো. রুহুল আমিন এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। আর সেই ক্লাবেই রয়েছেন দেশের তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টারের নর্ম পাওয়া ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন । এ ছাড়াও তারা উড়িয়ে এনেছে উঁচু র‌্যাংকিংয়ের দুই  গ্র্যান্ড মাস্টার চিনের বু ঝিংয়াহি এবং রাশিয়ার জি আলেক্সিকে। ক্লাব ক্যাপ্টেন হিসেবে রয়েছেন জাতীয় দাবা খেলোয়াড় মাহমুদা হক চৌধুরী মলি।

এদিকে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন দেশের শীর্ষ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। এছাড়া তারাও উড়িয়ে এনেছে দুই সুপার গ্র্যান্ডমাস্টার। তাজিকিস্তানের আমানটভ ফারুক ও রাশিয়ার বরিস গ্রাচেভ খেলবেন জিয়া ও রানী হামিদদের সঙ্গে ।

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এবারের দলগুলো হল- শেখ রাসেল মোমোরিয়াল স্পোর্টিং ক্লাব (বর্তমান চ্যাম্পিয়ন), বাংলাদেশ নৌবাহিনী (বর্তমান রানার্স-আপ), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (প্রথম বিভাগ থেকে উন্নীত),  সাইফ স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব, প্রিতম প্রিজম চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব।

প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত খেলোয়াড় ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিগের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স আপ দল ৬০ হাজার, তৃতীয় স্থান অধিকারী দল ৪০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ট্রফি ও মেডেল পাবে।

আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও কে.এম শহিদউল্যা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!