X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রুবেলকে নিয়ে ফের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:০১

রুবেলকে নিয়ে ফের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় নির্ধারিত ১০ দিনের ক্যাম্পের জন্য বিসিবি ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। সোমবার সেখানে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শহীদের বদলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন।

রুবেল আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন। এরপর ফর্মহীনতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়েন। বিপিএলে ভালো পারফরম্যান্স করে নিউজিল্যান্ড সিরিজে আবার সুযোগ করে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

এছাড়া ডেভেলপম্যান্ট প্রোগ্রামের আওতায় সুযোগ দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনকে। তারা নিউজিল্যান্ড সফরে কোনও ম্যাচ না খেললেও দলের সঙ্গে থেকে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করবেন।

আগামী ৮ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া উড়াল দিবে বাংলাদেশ দল। সিডনিতে বিগ ব্যাশের দুটি দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে প্রায় দশদিনের ক্যাম্প শেষ করে নিউজিল্যান্ড যাবে ২২ জনের পুরো বহরটি। ওখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ১৭ জন ছাড়া বাকিরা দেশে ফিরে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়