X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিপিএলটা আমাকে অনেক সাহায্য করেছে: রুবেল

রবিউল ইসলাম
০৫ ডিসেম্বর ২০১৬, ২০:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:৩৫

রুবেল হোসেন।
বিপিএলের পারফরম্যান্স এবং পেসার শহীদের ইনজুরি ভাগ্য খুলে দিয়েছে রুবেলের। 
স্ট্যাম্প উপড়ে দেওয়ায় জুড়ি নেই পেসার রুবেল হোসেনের। বহুবার তিনি ব্যাটসম্যানদের স্ট্যাম্প উড়িয়ে আনন্দে মেতেছেন; মাতিয়েছেন গোটা বাংলাদেশকে। বিপিএলেও বেশ কয়েকবার সেই দৃশ্য ধরা দিয়েছে রুবেলের হাত ধরেই। রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ১৫টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। আর তাতেই বাজিমাত। অথচ আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে গত চার নভেম্বর নির্বাচকদের ঘোষিত স্কোয়াডে ছিলেন না।  তবে বিপিএলের পারফরম্যান্স এবং পেসার শহীদের ইনজুরি ভাগ্য খুলে দেয় রুবেলের।  ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন করে ঘোষিত হওয়া স্কোয়াডে। শহীদের জন্য আফসোস থাকলেও এই সুযোগটার সর্বোচ্চ ব্যবহার করতে চান রুবেল।
সোমবার অস্ট্রেলিয়াতে যাওয়ার সুখবর পাওয়ার পর বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপ হয় পেসার রুবেল হোসেনের। তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল :-

আপনার জন্য খবরটা কতটা স্বস্তিদায়ক?

রুবেল : আমার জন্য অনেক স্বস্তির। জাতীয় দলের বাইরে থাকাটা সব সময়ের জন্যই কষ্টের। অস্ট্রেলিয়াতে যাবো, নিউজিল্যান্ডে খেলব। ভাবতে ভালোই লাগছে। যদিও শহীদের জন্য খারাপ লাগছে। শেষ দুইটা সিরিজে ইনজুরির কারণে সে খেলতেই পারেনি।

আফগানিস্তান সিরিজে পারফরম্যান্স ছিল না। যার কারণে ইংল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন। এখন কী মনে করছেন?

রুবেল : সত্যি কথা বলতে কি আফগানিস্তানের বিপক্ষে আমি ভালো পারফরম্যান্স করিনি। জাতীয় দলে অনেকদিন ধরেই খেলছি। ওই জায়গা থেকে হঠাৎ করে বাদ পড়াটা অনেক কষ্টের। এখন একটা সুযোগ এসেছে। হয়তো বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণে সুযোগটা এসেছে। আমি সম্পূর্ণ ফিট অবস্থায় আছি। সুযোগ পাওয়া মাত্র কাজে লাগানোর চেষ্টা করব।

রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ১৫টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। আফগানিস্তান সিরিজে ভালো পারফরম্যান্স ছিল না। দুই মাসের ব্যবধানে কী এমন কাজ করলেন?

রুবেল : বিপিএলে বাড়তি কিছু সংযোজন করিনি। আমার সামর্থ্য যতখানি সেখানে আস্থা রেখেই বোলিং করেছি। অবশ্য বিপিএল শুরু হওয়ার আগেই টার্গেট করেছিলাম, এখানে আমার ভালো করতেই হবে। প্রত্যেক ম্যাচে উইকেট পাই আর নাই পাই; আমাকে ভালো বোলিং করতে হবে। উইকেট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার ইকোনোমি যেন ভালো থাকে। সেখানে খেয়াল রাখা লাগবে। কপালে উইকেট থাকলে উইকেট আসবেই।

নিজের পারফরম্যান্সে কতখানি সন্তুষ্ট?

রুবেল : আমি আমার বোলিংয়ে সন্তুষ্ট। উইকেট বিবেচনায় ১২ ম্যাচে ১৫ উইকেট আহামরি কোনও উইকেট নয়। তারপরও বোলিং যেভাবে করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমি মনে করি, আত্মবিশ্বাস ফিরে এসেছে এখন। বিপিএলটা আমাকে অনেক সাহায্য করেছে।

হ্যামিল্টন টেস্টে সেরা বোলিং ফিগার। অমন সিমিং উইকেটে খেলা; বোলার হিসেবে নিশ্চয়ই সেটা আরও আত্মবিশ্বাস যোগাবে?

রুবেল : নিউজিল্যান্ডের কন্ডিশনে পেস বোলারদের একটু সহায়তা থাকে। ওই ধরনের কন্ডিশনে আমার খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া অনেকগুলো ম্যাচ খেলার কারণে এখন আর কন্ডিশন নিয়ে বাড়তি কোনও চিন্তা করতে হয় না। আমি সব ধরনের কন্ডিশনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করবো কন্ডিশনটা কাজে লাগিয়ে সাফল্য তুলে আনতে।

দলে অনেক প্রতিযোগিতা। মাথায় নিশ্চয়ই বিষয়টি রয়েছে?

রুবেল : দলে এখন অনেক প্রতিযোগী। অনেক পেসার রয়েছে দলে। আমি চেষ্টা করবো জায়গাটা পাকাপোক্ত করতে। এই ধরনের কিছু একটা করতে আমি আপ্রাণ চেষ্টা করব।

রংপুর রাইডার্সের ছিটকে যাওয়াটা কীভাবে দেখছেন?

রুবেল : এটা অনেক হতাশার। প্রথম ৬ ম্যাচের ৫টিতে জিতে আমরা সবার উপরে উঠে গিয়েছিলাম। মাঝখানে ৩-৪ টা ম্যাচ আমরা হেরে যাওয়াতে একটু পিছিয়ে পড়ি। তারপরও রান রেটে উঠতে পারিনি। শেষ ম্যাচটা খুলনা হারলে আমরা হয়তো চলে যেতাম। ভালো অবস্থানে থেকে পিছিয়ে পড়াটা আমাদের জন্য হতাশার।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা