X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এক হাজারি ক্লাবের তৃতীয় ক্রিকেটার তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩

এক হাজারি ক্লাবের তৃতীয় ক্রিকেটার তামিম বিপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রাজশাহী কিংসের বিপক্ষে এলিমিনেটর রাউন্ডে খেলতে নামার আগে তামিমের রান সংখ্যা ছিল ৯৭৫। আর মঙ্গলবারই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তামিম। তার সর্বমোট রান এখন ১০২৬। এর আগে ২৫ রান দূরে ছিলেন। ৩ ৬ ম্যাচে ১২ হাফসেঞ্চুরিতে এই রান সংগ্রহ করেছেন তামিম। যাতে ছিল ১০৪টি চার ছাড়াও ৩০টি ছক্কার মার।

মঙ্গলবার উইলিয়ামসের বলে আউট হওয়ার আগে ৫১ রানের ইনিংস খেলেন চিটাগং ভাইকিংসের এই ওপেনার। ৪৬ বলে ৬ চারে সাজানো ছিল তার ইনিংসটি।  এটা চলতি আসরে তামিমের ৬ষ্ঠ হাফসেঞ্চুরি।

চলতি বিপিএলে তামিমের ব্যাটিংয়ে নামা মানেই ছিল রানের ফুলঝুরি। চিটাগং ভাইকিংসের হয়ে দায়িত্বশীল ইনিংস খেলছেন নিয়মিতই। আর দলকে সেরা চারে উঠাতে তামিমের ব্যাটিংয়ের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। 

প্রথম পর্ব শেষে তামিম ইকবাল ১২ ম্যাচে ৪২৫ রান নিয়ে সবার উপরে আছেন। সবচেয়ে বেশি ৫টি হাফসেঞ্চুরি আছে তামিমের দখলে। গত ম্যাচে শূন্য রানে আউট হলেও এবারের বিপিএলে তামিমের গড় ছিল ৪২.৫০। মঙ্গলবার ৫১ রান করে ৪৭৬ রানের সংগ্রহে পৌঁছে যান তামিম। ৬ হাফসেঞ্চুরিতে ৪৩.২৭ গড়ে এই রান করেছেন তামিম।

যদিও একটুর জন্য আরও একটি রেকর্ড ছোঁয়া হয়নি তামিম ইকবালের। বিপিএলে এক আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ৪৮৬। বিপিএলের প্রথম আসরে পাকিস্তানের আহমেদ শেহজাদ বরিশাল বার্নাসের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন। এই ম্যাচ আগে তামিম মাত্র পিছিয়ে ছিলেন ৬১ রানে। মঙ্গলবার ৫১ রান করায় তিনি এখন পিছিয়ে ১০ রানে।

এছাড়া মুশফিকুর রহিম ১৩ ম্যাচে বিপিএলের দ্বিতীয় আসরে ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান করেছিলেন।  ২০১৫ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে ১০ ম্যাচে করেছিলেন ৩৪৯ রান।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!